Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৩ আগস্ট, ২০২০ ০২:৫৯ অপরাহ্ণ

মৌলিক সংখ্যা

মৌলিক সংখ্যা (Prime Number)

1 অপেক্ষা বড় যে সকল স্বাভাবিক সংখ্যার 1 এবং ঐ সংখ্যাটি ছাড়া আর কোনো গুণনীয়ক নেই সেকল সংখ্যাই মৌলিক সংখ্যা।  যেমন: 2, 3, 5, 7  ইত্যাদি। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হল 2 ।

1-100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মোট ২৫ টি মৌলিক সংখ্যা রয়েছে। ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে এটি খুব সহজেই নির্ণয় করা যায়।

2, 3, 5 কেন মৌলিক সংখ্যা?

2, 3, 5 মৌলিক সংখ্যা। কারন:
2=1\times{2}
3=1\times{3}
5=1\times{5}

2, 3, 5  সংখ্যাগুলোর প্রতিটিরই 1 এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নেই। তাই এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা।

0 ও  1 ছাড়া সকল সংখ্যাই হয় মৌলিক সংখ্যা নয়তো যৌগিক সংখ্যা।

আরো দেখুন