Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৪ আগস্ট, ২০২০ ০৩:১২ অপরাহ্ণ

ভেনচিত্র

সেটের কার্যবিধি প্রকাশ করতে জন ভেন (১৮৩৪-১৯২৩) জ্যামিতিক চিত্র ব্যবহার করার বিষয়টি উপস্থাপন করেন। এতে একটি সমতলে আঁকা বিভিন্ন জ্যামিতি চিত্র (আয়ত, বৃত্ত, ত্রিভূজ) ব্যবহার করে বিবেচনাধীন সেটসমুহের কার্যবিধি দেখানো হয়। এ ধরনের চিত্রকে জন ভেনের নাম অনুসারে ভেনচিত্র বলে অভিহিত করা হয়। নিচের ভেনচিত্রটিতে U সার্বিক সেট, P, Q, R উপসেট এবং সংখ্যাগুলো সেটসমুহের উপাদান।


আরো দেখুন