Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৭ আগস্ট, ২০২০ ১২:৩০ অপরাহ্ণ

টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)

টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)

টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)



২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে গৃহীত হয় টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বা “২০৩০ এজেন্ডা”। বাংলাদেশসহ মোট ১৯৩টি দেশ এই বৈশ্বিক উন্নয়ন এজেন্ডায় স্বাক্ষর করে।

এ উন্নয়ন এজেন্ডার মূল অঙ্গীকার হলো, “কাউকে পেছনে রাখা যাবে না”। আমাদের ধরিত্রীর রূপান্তরমূখী উন্নয়নের লক্ষ্যে, এসডিজি মূলত, ১৭টি অভীষ্টের অন্তর্গত ১৬৯টি লক্ষ্যমাত্রার এক প্রতিশ্রুতিপত্র।

এক নজরে ১৭টি অভীষ্টের সংক্ষিপ্ত নামগুলো হলো-


অভীষ্ট ১ঃ দারিদ্র বিলোপ
অভীষ্ট ২ঃ ক্ষুধা মুক্তি
অভীষ্ট ৩ঃ সুস্বাস্থ্য ও কল্যাণ
অভীষ্ট ৪ঃ মানসম্মত শিক্ষা
অভীষ্ট ৫ঃ জেন্ডার সমতা
অভীষ্ট ৬ঃ নিরাপদ পানি ও স্যানিটেশন
অভীষ্ট ৭ঃ সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি
অভীষ্ট ৮ঃ শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
অভীষ্ট ৯ঃ শিল্প উদ্ভাবন ও অবকাঠামো
অভীষ্ট ১০ঃ অসমতা হ্রাস
অভীষ্ট ১১ঃ টেকসই নগর ও জনবসতি
অভীষ্ট ১২ঃ পরিমিত ভোগ ও উৎপাদন
অভীষ্ট ১৩ঃ জলবায়ু কার্যক্রম
অভীষ্ট ১৪ঃ জলজ জীবন
অভীষ্ট ১৫ঃ স্থলজ জীবন
অভীষ্ট ১৬ঃ শান্তি ন্যায়বিচার এবং কার্যকর প্রতিষ্ঠান
অভীষ্ট ১৭ঃ অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব

কমল কুজুর
সহকারী শিক্ষক
বাংলাহিলি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
দিনাজপুর।

আরো দেখুন