Loading..

উদ্ভাবনের গল্প

১১ আগস্ট, ২০২০ ০৮:১২ পূর্বাহ্ণ

শিক্ষার্থীর চিন্তন দক্ষতা এবং সমস্যা সমাধান দক্ষতার উন্নয়ন

উদ্ভাবনী গল্পঃ 

শিক্ষার্থীর চিন্তন দক্ষতা এবং সমস্যা সমাধান দক্ষতার উন্নয়ন

উদ্দেশ্যঃ 

খেলার মাধ্যমে বিভিন্ন প্রকার গতির পার্থক্য খুজে বের করা। 

কার্যাবলীঃ 

২০-২৫ জন শিক্ষার্থী একটি বৃত্তাকার মাঠের মধ্যে অবস্থান করে। খেলাটি পরিচালনা করার জন্য একজন শিক্ষার্থী পরিচালক হিসেবে থাকে। শিক্ষার্থীরা খেলা পরিচালকের নির্দেশ মত মাঠে বিভিন্ন প্রকার গতি প্রদর্শন করে। যারা খেলা পরিচালকের নির্দেশ মত উক্ত গতির প্রদর্শন করতে পারে না, তারা খেলা থেকে বাতিল হয়ে যায়। 

এভাবে শেষ পর্যন্ত যে শিক্ষার্থী টিকে থাকবে,  সেই শিক্ষার্থী বিজয়ী হবে।   

ফলাফলঃ

শিক্ষার্থীরা আনন্দময় শিক্ষন-শিখানো পরিবেশে বাস্তবে বিভিন্ন প্রকার গতি সম্পর্কে শিখতে পারে।