Loading..

উদ্ভাবনের গল্প

২১ আগস্ট, ২০২০ ১২:৩৫ অপরাহ্ণ

শুদ্ধাচার কৌশল

আমি মনে করি শিক্ষার্থীদের ছাত্রজীবন থেকেই শুদ্ধাচার কৌশল ও ভালো কাজের গুণাবলি বিকশিত হওয়া  উচিত।এরই প্রেক্ষিতে আমি আমার বিদ্যালয়ে একটা ছোট্ট প্রচেষ্ঠা চালিয়েছি।নবম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে একটা করে নোটবুক দেই।শিক্ষার্থীদের প্রতিদিনের কাজের মাঝে যে কাজ টি সবচেয়ে ভালো কাজ তা নোটবুকে লিখে রাখবে।সপ্তাহ শেষে ভালো কাজ গুলো পড়ে শুনানো হবে।এর মধ্য থেকে সকলের কাছে যে তিন টি কাজ সবচেয়ে ভালো মনে হবে সে তিন জনকে পুরস্কৃত করা হবে।আমি চাই এ কাজ টি পুরু বিদ্যালয়ে ছড়িয়ে দিতে। এই প্রচেষ্ঠা্র মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে শুরু হউক ভালো কাজের চর্চা,ভালো আচরণের চর্চা।পড়াশুনার পাশাপাশি ভাল মানুষ হয়ে গড়ে উঠুক আমার আপনার সন্তান এই প্রত্যাশা আমাদের সকল শিক্ষক,সকল অভিভাবকদের ধন্যবাদ।