Loading..

উদ্ভাবনের গল্প

২১ আগস্ট, ২০২০ ১২:৪৯ অপরাহ্ণ

Kobi Gallery
আমি আমার বিদ্যালয়ে নবম -দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য তাদের পাঠ্য বইয়ের সব গুলো কবি লেখকদের জীবনী পোষ্টাল পেপারে লিখে দেয়ালে টাঙিয়ে দেই ।যাতে করে যেদিকেই চোখ পড়ে তারা যেনো এই কবি লেখকদের জীবনী সম্পর্কে জানতে পারে। এবং প্রতি মাসে তাদের তিন জন কবি লেখক এর নাম বলে দেই এবং তা থেকে পরীক্ষার ব্যবস্থা করি এর থেকে প্রথম,দ্বিতীয়,তৃতীয় নির্ধারণ করে পুরস্কারের ব্যবস্থা করি। এতে করে শিক্ষার্থীদের মাঝে বিপুল সাড়া পেয়েছি এবং অভিভাবকরা শুনে খুব খুশি হয়েছেন।শিক্ষার্থীদের ও পড়াশোনার আগ্রহ বেড়েছে।ধন্যবাদ।