Loading..

উদ্ভাবনের গল্প

২৭ আগস্ট, ২০২০ ০৫:৩৬ অপরাহ্ণ

পাঠ শিখন ভয়, আমরা করেছি জয়

মফস্বলে অবস্থিত আমার স্কুলে একটি মাত্র প্রজেক্টর থাকায় সকল শিক্ষার্থী এর সুবিধা পায়না। শিক্ষার্থীদের ক্লাসে অমনোযোগী থাকতে দেখি। পড়ালেখায় তাদের পিছিয়ে পড়তেও দেখি। শিক্ষার্থীদের সাথে আলোচন করলে তারা বলে প্রজেক্টর ছাড়া আমরা পাঠ সহজে বুঝতে পারিনা। তখন আমি প্রধান শিক্ষকের সাথে আলোচনা করে কয়েকটি পদক্ষেপ নিই।

১। সকল ক্লাসরুম পাঠ উপযোগী পোস্টার পেপার দিয়ে সাজিয়ে দিই।

২। বাস্তব উপকরণ ব্যবহার করে ক্লাস নিই।

৩। স্কুলের ল্যাপটপ এবং শিক্ষকদের ল্যাপটপ শিক্ষার্থীদের প্রতি গ্রুপে দিয়ে আই সি টি ভয় দূর করি। এখন শিক্ষার্থীদের পাঠে অধিকতর মনোযোগী হতে দেখা যাচ্ছে এবং পাঠ শিখন ভয় ও দূর হয়েছে।

সবশেষে আমার ভবিষ্যত পরিকল্পনা বাংলাদেশ সরকারের সহায়তায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব আমার স্কুলে এনে শিক্ষার্থীদের আই সি টি তে দক্ষ করে তুলবো।