Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

০৭ সেপ্টেম্বর, ২০২০ ১২:০০ পূর্বাহ্ণ

একজন শিক্ষা সংস্কারক প্রফেসর ড. গোলাম ফারুক এবং ওপেন বুক টেষ্ট।

চট্টগ্রাম অনলাইন স্কুল এবং এটুআই এর যৌথ পরিচালনায় শেষ হল দুদিন ব্যাপি Google Forms ও Google Classroom  অনলাইন ট্রেনিং।  সমাপণী দিবসে প্রধান অতিথি হিসাবে যোগদান করেন মাউশির মহাপরিচালক. প্রফেসর ড: সৈয়দ গোলাম ফারুক। প্রধান অতিথি অংশগ্রহনকারী স্কুল কলেজের শিক্ষক মন্ডলীর সাথে মতবিনিময় করেন এবং মতবিনিময় কালে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তার মধ্যে একটি হলো ওপেন বুক  টেষ্ট পদ্ধতিতে পরিক্ষা নেয়া । এ পদ্ধতির সম্ভ্যাব্যতা যাচাইয়ের জন্য এটুআইকে দুসপ্তাহের মধ্যে পাইলটিং করে রিপোর্ট জমা দিতে বলেছেন। তিনি এ পদ্ধতিতে আমাদের শিক্ষার্থীদের মুল্যায়নের সম্ভাবনা দেখেন। পজিটিভ রির্পোট পাওয়া গেলে তিনি মন্ত্রনালয়ের সাথে আলাপ করে আগামী বার্ষিক পরিক্ষায় এ পদ্ধতিতে শিক্ষার্থীদের মুল্যায়ন করার পথে এগিয়ে যাবার আশা পোষন করেন। তার বক্তব্যে তিনি অনলাইন ক্লাসের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি এ কথাও বলেন অনলাইন পদ্ধতি আমাদের শিক্ষার্থীদের পার্সোনালাইজড্ লার্নিং শিখতে অধিকতর সহযোগীতা করবে। তিনি শিক্ষক নির্ভর শিক্ষা পদ্ধতি থেকে শিক্ষা ব্যবস্থাকে বের করে আনার আশা রাখেন। তিনি আরোও বলেন, যেখানে বেশী পড়ানো হয়, বেশী বাড়ির কাজ দেয়া হয়, সেখানে ভালো ফলাফল তেমন অর্জিত হচ্ছে না। উদাহরনস্বরুপ তিনি অষ্ট্রেলিয়ার কথা বলেন, যেখানে বেশি বাড়ির কাজ দেয়া হয়। কিন্তু সিংগাপুর , ফিনল্যান্ডে কম বাড়ির কাজ, কম ক্লাস করে্ এবং শিক্ষার্থীদের পার্সোনালাইজড্ শিক্ষার বেশী সুযোগ রাখায় শিক্ষাক্ষেত্রে এসব দেশ অনেক বেশি এগিয়ে আছে। তিনি WHO এর বিবেচনায় , আইসিটিতে এবং পড়াশুনায় করোনাকালীন পরিস্থিতে তৃতীয় অবস্থানে বাংলাদেশ রয়েছে বলেও মন্তব্য করেন যা আমাদের সকলের জন্য গৌরবের। যে সকল শিক্ষক বর্তমান পরিস্থিতিতে নিজ নিজ প্রচেষ্টায় অনলাইন ক্লাসে এগিয়ে এসেছেন তাদের প্রশংসা করেন, এবং যারা ভাবছে আবারো পুর্বের অবস্থায় ফেস টু ফেস ক্লাসে ফিরে যাবে তাদের জন্য বলেন, মহামারী গেলেও সরকার অনলাইন ব্যবস্থা আরো বেশি জোরদার করবে। তিনি এ কথাও বলেন যে, অনলাইন ব্যবস্থা ফেইস টু ফেইস ক্লাসের চেয়েও বেশী কার্যকর বলে বিবেচিত হবে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি