Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

০৮ সেপ্টেম্বর, ২০২০ ০২:৪০ অপরাহ্ণ

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-২০২০খ্রি. [গুণগত ও মানসম্মত শিক্ষা]

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-২০২০খ্রি.

               [গুণগত ও মানসম্মত শিক্ষা]

-------------------------------------------------------

২০০০সাল থেকে, সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্য অর্জনে প্রচুর অগ্রগতি হয়েছে। 


২০১৫ সালে উন্নয়নশীল অঞ্চলগুলিতে মোট ভর্তির হার ৯১ শতাংশে পৌঁছেছে এবং বিশ্বব্যাপী বিদ্যালয়ের বাইরে থাকা শিশুদের সংখ্যা প্রায় অর্ধেকে কমেছে। 


সাক্ষরতার হারেও নাটকীয় বৃদ্ধি পেয়েছে এবং আরও অনেক মেয়ে আগের তুলনায় স্কুলে রয়েছে। এগুলি সমস্ত উল্লেখযোগ্য সাফল্য।


 বিদ্যালয়ের বাইরে থাকা শিশুদের অনুপাত বেড়েছে।যদিও সাম্প্রতিক করোনাকালীন সময়ে শিক্ষায় বড় ধরণের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। আশা করা যায়- শিক্ষা বান্ধব সরকারের দূরদর্শী সিদ্ধান্তে এ সমস্যা কাটিয়ে উঠা যাবে। নিঃসন্দেহে এটি একটি উদ্বেগজনক প্রবণতা।


সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক এবং মানসম্পন্ন শিক্ষা অর্জন এই বিশ্বাসকে নিশ্চিত করে যে টেকসই উন্নয়নের বাস্তবায়নের জন্য শিক্ষা অন্যতম শক্তিশালী এবং প্রমাণিত বাহন। শিক্ষানীতির শতভাগ বিস্তরণ আজো সম্ভব হয়নি। সৃজনশীল পদ্ধতি নিয়ে দক্ষ জনের নানাবিধ সমালোচনা রয়েছে। 

সবকিছু কাটিয়ে গুণগত ও মানসম্মত শিক্ষা  নিশ্চিত করে  ২০৩০ সালের মধ্যে দক্ষ মানবশক্তিতে পরিণত হবে। 


 সেক্ষেত্রে সকল শিক্ষার্থী বিনামূল্যে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা সম্পন্ন করে টেকসই বিকাশের ২০৩০ এজেন্ডা তৈরি করা ১৭ টি গ্লোবাল লক্ষ্যগুলির মধ্যে মানসম্পন্ন শিক্ষা  নিশ্চিত করবে!


 একীভূত শিক্ষা  পদ্ধতির একাধিক লক্ষ্যগুলি পেরিয়ে সার্বিক স্বাক্ষরতা শতভাগে উন্নিত হবে  ইনশা আল্লাহ!

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি