Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৯ সেপ্টেম্বর, ২০২০ ১২:৪৩ পূর্বাহ্ণ

আত্ম রক্ষামূলক প্রশিক্ষণ (Self-defense training)

At present, নারীদের/মেয়েদের জন্য আত্ম রক্ষামূলক প্রশিক্ষণ (Self-defense training) খুবই জরুরি। রাস্তা ঘাটে,  স্কুল যাওয়া আসাতে আজ তাদেরকে নানাভাবে বিরক্ত করা হচ্ছ।  তার মধ্যে অন্যতম ব্যাপারটি হল ইভটিজিং। সুস্থ সমাজের জন্য মারাত্মক ব্যাধী। আরও একটি ব্যাপার হল মেয়েরা ইভটিজিং-এর শিকার হলেও তারা বাসায় জানাতে ভয় পায়। তাদের স্কুল যাওয়া যদি বন্ধ করে দেয়! আর এখানেই আসে আত্ম রক্ষামূলক প্রশিক্ষণ (Self-defense training) । তাহলে তারা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে পারবে। ইভটিজিং, নারী নির্যাতন এমন কি বাল্য বিবাহের মত করুন ব্যবস্থাকে তারা রুখে দিতে পারবে যদি তাদের আত্ম রক্ষামূলক প্রশিক্ষণ (Self-defense training) নেয়া থাকে। তাইতো আমাদের স্কুলের মেয়েদেরকে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে আত্ম রক্ষামূলক প্রশিক্ষণ (Self-defense training) দেয়া।   

আরো দেখুন