Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১২ সেপ্টেম্বর, ২০২০ ১১:৪৫ পূর্বাহ্ণ

” মুসলমানদের পাওয়ার হাউজ বা শক্তির উৎস পবিত্র মহা গ্রন্থ আল-কু্রআন। ”

মুসলমানদের পাওয়ার হাউজ বা শক্তির উৎস আল-কুরআন।” 

* পবিত্র মহাগ্রন্থ আল-কুরআন বিশ্ব মানবতার জন্য রহমত, প্রভাব বিস্তার কারী ও সতর্ক কারীঃ- 

وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا

(সূরা বনী ইসরাইল -৮২ আয়াত)

আল্লাহ তায়ালা বলেন আমি কুরআনে এমন সব বিষয় অবতীর্ণ করেছি যাতে মুমিনদের জন্য রয়েছে নিরাময়, শিফা ও রহমত। এ কুরআন জালিমদের জন্য ধ্বংশ ও ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করেনা ।

vমুসলমানদের ধর্ম গ্রন্থ আল-কুরআন যে মুসলিমদের পাওয়ার হাইজ বা শক্তির উৎস কথাটি সত্যি প্রমানিত সত্য যা তৎকালীন বৃটিশ পার্লামেন্টে বৃটিশ কলোনিয়াল সেক্রেটারী গোল্ড ষ্টোনকে দায়িত্ব দিয়ে উপমহাদেশে পাটিয়েছিল ইংরেজ সরকার। দীর্ঘ জরিপ ও গবেষনা শেষে গোল্ড ষ্টোন বৃটিশ পার্লামেন্টে যে রিপোর্ট জমা দেন  তার সারাংশের একটি মন্তব্য তার ভাষায় –So long as the Muslim have the quran we shall be unable to dominant them we must either take it from them or make them loss their love of it .

      অর্থাৎ আমরা মুসলমানদের উপর বিজয়ী হতে পারবোনা, যতদিন তাদের কাছে কুরআন থাকবে। আমাদেরকে হয় তাদের কাছ থেকে কুরআন কেড়ে নিতে হবে অথবা তাদের মন থেকে এর প্রতি ভালো বাসা মুছে দিতে হবে।

আজ একথা বলা যায় যে, তারা আমাদের হাত থেকে কুরআন কেড়ে নিতে পারেনী, তবে আমাদের হৃদয় থেকে কুরআনের ভালো বাসা মুছে দিতে সক্ষম হয়েছে বলে মনে হয়।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি