Loading..

উদ্ভাবনের গল্প

১৫ সেপ্টেম্বর, ২০২০ ০৫:৫৮ পূর্বাহ্ণ

ট্রাফিক নিয়্ম

আমি শিক্ষার্থীদের ইংরেজী ছড়া শিখানোর মাধ্যমে Traffic Rules  শিখিয়ে থাকি। । এর জন্য প্রয়োজনীয় রং ব্যবহার করে শিক্ষার্থীদের Traffic Rules শিখিয়ে থাকি । কোন রং দেখলে তারা থামবে, কোন রং দেখলে তারা রাস্তায় পুনরাই চলবে তা শিক্ষার্থী্দের শিখিয়ে থাকি। এখানে লাল, হলুদ এবং সবুজ রং ব্যবহার করা হয়েছে । এতে  শিক্ষার্থীদের  Traffic Rules সম্পর্কে ধারনা লাভ হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের  Vocabulary enrich হয়। 

আমি চাই বিডিপি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী্রা  English Spoken এ দক্ষতা অর্জন করুক । সেই সাথে রাস্তা চলাচলের নিয়ম কানুন গুলো জানবে । যাতে শিক্ষার্থী্রা নিরাপদে রাস্তায় চলাচল করতে পারে। 

এই ক্লাশটিতে শিক্ষার্থীরা ইংরেজীতে কথা বলার দক্ষতা অর্জন করে। এটি আমার একটি উদ্ভাবনী গল্প। 

সম্মানিত শিক্ষকবৃন্দসম্মানিত এডমিন মহোদয় এবং রেটার মহোদয়গন আমার এই ছোট্ট প্রয়াস যদি আপনাদের ভালো লাগে তবে এই উদ্ভাবনী গল্পটিতে লাইক, কমেন্ট, রেটিং এবং আপনাদের সুচিন্তিত মতামত প্রদান করবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ শুভকামনা।