Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

২০ সেপ্টেম্বর, ২০২০ ০৯:১৬ অপরাহ্ণ

আমরা ও পারি

মেঘমুক্ত ভোরের সোনালী আলোর রেখা যেন জানান দিচ্ছে, নতুন দিগন্তের। উচ্ছ্বসিত উচ্ছল মুখ গুলো স্কুলের মাঠে নতুন সাজে সজ্জিত। এত সকালে!!! 

অ আচ্ছা,আজ ফুটবল প্রতিযোগিতা। তাই তো। আজকে ফাইনাল বলে কথা, তাই প্রাকটিসটা ভালোভাবে দরকার বৈ কি। তা ছাড়া দলটিকে শানিয়ে না নিলে কি, জয় পাওয়াটা চারটিখানি কথা?? 

৯ম শ্রেণীর সাবরিনা পড়াশোনায় যেমন ভালো, তারচেয়ে খেলাধুলায় যেন আরো......। ওর ফুটবল শর্ট দেওয়ার যে ফোর্স অনেক ছেলেরা ও হা করে চেয়ে থাকে। সেদিন তো প্রাকটিসের এক পর্যায়ে মিথুনের শরীরে ফুটবল লাগামাত্র ধপাস শব্দে পড়ে গেল।

সে যাইহোক, উপজেলা পর্যায়ে খেলা এটাতে যেমন স্কুলের সুনাম জড়িয়ে আছে, তেমনি বন্ধু- সহপাঠীদের বাহবা অথবা তিরস্কার। কিন্তু দলের সবার চোখে মুখে যেন বিজয়ের অগ্নিনেশা। হৃদয়ে দুর্বার সাহস এগিয়ে যাওয়ার....। 

               বেলা ১১ ঘটিকায় শুরু হলো প্রতিযোগিতা-টান- টান উত্তেজনার মধ্যে দিয়ে, শেষাবধী খেলার মাত্র ৫ মিনিট বাকী ঠিক তখনি গোটা মাঠে  একটা   হুল্লোড় পড়ে গেল গোল গোল শব্দে। সময় শেষ হতে না হতেই "জিতিল রে জিতিল দেওগাঁ স্কুল জিতিল"  স্লোগানে মুখরিত....। 

       ওদের কাছে যেতে না যেতেই   হাস-পাস করতে  করতে সবাই বললো-স্যার আমরা ও পারি। 

। 

 

           

                     

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি