Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

২০ সেপ্টেম্বর, ২০২০ ১০:৫২ অপরাহ্ণ

বই উৎসব -২০২০ খ্রিস্টাব্দ

বই উৎসব -২০২০ খ্রিস্টাব্দ
আমেনা-বাকী রেসিডেন্সয়াল মডেল স্কুল এন্ড কলেজ।

২০১৯ সালের বার্ষিক পরীক্ষার শেষ দিনে সকল শিক্ষার্থীদের নোটিশ দেয়া হলো যে তোমাদের ২০২০ সালের জানুয়ারি মাসের ১ তারিখ সকাল ১১.০০ ঘটিকায়  সরকারি বোড বই দেয়া হবে । এ কথা শুনো অনেকে বলতে শুরু করলো নতুন বই আহআ কি মজা কি মজা নতুন বই । তাদের মধ্যে যে আনন্দ তা মনে করিয়ে দেয় সেই আমার পুরনো দিনের কথা ।আমরা নতুন বই পেতাম না মনে করতাম নতুন বই ধনী মানুষের ছেলে-মেয়েদের জন্য । আমরা  অধেক দামে পুরনো বই কিনতাম , আগে থেকেই দেখে রাখতাম কে ক্লাসে ভাল ছাত্র তার কাছে  বই কিনতাম । ১ বছর পড়ার পর  বইগুলোর দাম হতো  তিনভাগের এক ভাগ অথবা যদি কোন ছোটভাই বোন থাকতো তারাই পেয়ে যেত । কিন্ত যদি বিক্রি করতে হয় আর বেশি দাম  পাওয়া যায় সে জন্য  বইয়ের যত্ন করতাম  সাবধানে দাগ দিতাম ,মলাট লাগাতাম কারন আমাকে তো আবার বিক্রয় করতে হবে ।  বইয়ের কদর ছিল, যত্ন ছিল বইয়ের প্রতি ভালবাসা ছিল । কিন্ত এখন সরকার বোড বই শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণ করছে ,পুরনো বই কিনতে হচ্ছে না  ফলে বইয়ের যত্ন ,মলাট লাগানো কমে গেছে সেই সাথে, আগের মত বইয়ের প্রতি ভালবাসাও কমে গেছে  । বই এখন ধনী-গরীবের না সকল শিক্ষার্থীদের জন্য কারন শিক্ষা মানুষের মৌলিক অধিকার । আমাদের উচিত শিক্ষার্থীদের বইয়ের প্রতি যন্তবান হতে শেখানো কারণ  বই আমাদের পরম বন্ধু ।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি