নবম-দশম শ্রেণি গনিত(পরিসংখ্যান-১৭ অধ্যায়),সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়
শ্রদ্ধেয় প্যাডাগজি স্যার, রেটার মহোদয়, সেরা কনটেন্ট নির্মাতাগণ, বাতায়নের সকল স্যার- ম্যাম ও আইসিটি জেলা এম্বাসেডর মহোদয়গণ আমার ভিডিও কনটেন্টটি দেখার ও পূর্ণ রেটিং সহ গঠনমূলক মতামতের জন্য বিনীত অনুরোধ করছি। আপনাদের সহযোগীতা পেলে সুন্দর , শ্রেণি উপযোগী ও মানসম্মত কনন্টেন্ট উপহার দিয়ে শিক্ষক বাতায়ন কে আরো সমৃদ্ধি করার চেষ্টা করব।
এই প্লাটফর্মটি এমনই একটা মুক্ত আকাশ,যেখানে নিজেকে মেলে ধরা যায় বিহঙ্গের মতো।জড়তা দূর করে সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তোলা যায়।নতুন ভাবে ফিরে পাওয়া যায়।তাই চেষ্টা চালিয়ে যাই অবিরত।নিজেকে নতুন ভাবে মেলে ধরতে অসীমে--।শিক্ষার্থীরা শিখুক মনে -প্রানে,আনন্দ নিয়ে।
সকলের শুভ কামনায়---
সরোজিত রায়সহকারি শিক্ষক(বিজ্ঞান)
চাড়াখালী এম এল মাধ্যমিক বিদ্যালয়
রাজাপুর,ঝালকাঠি।
মতামত দিন


বিনয় কুমার বিশ্বাস
মুজিব জন্মশতবর্ষের শুভেচ্ছা রইল । পূর্ণ রেটিং ও লাইকসহ শুভকামনা ও অভিনন্দন। আমার কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত , রেটিং ও লাইক প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি ।ঘরে থাকুন, সুস্থ থাকুন। নিরাপদে থাকুন। ধন্যবাদ । মন্তব্য করুন।
সাম্প্রতিক মন্তব্য