Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৯ অক্টোবর, ২০২০ ০৯:২৭ অপরাহ্ণ

গাজীপুর জেলার কালীগঞ্জ ঊপজেলায় অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম

গত পহেলা অক্টোবর থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস,কালিগঞ্জ, গাজীপুর কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস প্রশিক্ষণ চলছে। সমগ্র ঊপজেলাকে ইউনিয়ন ভিত্তিক ভাগ করে প্রতিদিন চারটি ইউনিট মাধ্যমিক শিক্ষকদের সকাল ১০.০০ টা থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত নিয়মিত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। প্রতিটি ইউনিটে ২ জন করে প্রশিক্ষক নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিদিন প্রতি ইউনিটে দুই থেকে তিনটি বিদ্যালয় এই কার্যক্রমে অংশ নিচ্ছে।  

চিত্রের বর্ণনা ঃ

ভেন্যু : সাওরাইদ উঃ বিঃ,অংশগ্রহণে - মোক্তারপুর উঃ বিঃ,নরুন উঃ বিঃ ও নোয়াপাড়া ময়েজউদ্দিন আদর্শ উঃ বিঃ এর শিক্ষক বৃন্দ, প্রশিক্ষক - মো:আনোয়ার ওয়াদুদ খান সহ: শি:,শহীদ ফকির শামসুদ্দিন শ্রমিক  উ:বি: ও মো: কামরুজ্জামান,সহ: শি:, নোয়াপাড়া ময়েজউদ্দিন আদর্শ উ: বি:।

ভেন্যু পরিদর্শন করছেন ঊপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব নূর-ই-জান্নাত। পাশে আছেন সাওরাইদ উঃ বিঃ এর প্রধান শিক্ষক জনাব খন্দকার শামিম আহমদ এবং প্রশিক্ষক জনাব মুহাম্মদ আনোয়ার ওয়াদুদ খান, সহ: শি:,শহীদ ফকির সামসুদ্দিন শ্রমিক  উ:বি:, খলাপাড়া, কালীগঞ্জ,গাজীপুর। 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি