Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১১ অক্টোবর, ২০২০ ১২:৫০ পূর্বাহ্ণ

স্মৃৃৃতিময় ছবি

বক্তা হিসেবে উপস্হিত ছিলাম ডাঃ স্যামুয়েল হ্যানিম্যানের জন্মদিনে। আমিও ২০০৪-২০০৫ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে ২০০৮ সালে কৃতিত্বের সাথে ৪ বছরের কোর্স সমাপ্ত করি। এর পর রেজিষ্ট্রেশন নিয়ে প্রফেসর হোমিও রিসার্চ নামে ছাগলনাইয়া হাজী বি. জামান মার্কেট ২য় তলায় একটি চেম্বার প্রতিষ্ঠা করি। আমার রেজিষ্ট্রেশন নং ২৪৫৮৫। হ্যানিম্যানের জন্মদিনে বাংলাদেশ হোমিও পরিষদ আমাকে বিশেষ অতিথির মর্যাদা দেয়। এ জন্য আমি উক্ত পরিষদের নিকট কৃতজ্ঞ। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ বাবু উৎপল কান্তি ্ বৈদ্য। উল্লেখ্য যে তাঁর বাবাও প্রখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন। তাঁর বাবার নাম স্বর্গীয় রাইমোহন বৈদ্য।আমরা হোমিও চিকিৎসার প্রতিষ্ঠাতার আত্মার সদগতি কামনা করি। স্রষ্টা যেন তাঁকে স্বর্গবাসী করেন।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি