Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১২ অক্টোবর, ২০২০ ০৩:১৬ অপরাহ্ণ

হেলেন কেলার

ইতিবাচকতাকে ধারণ করে অননুমেয় প্রতিবন্ধকতার এক দুর্বিসহ বাস্তবতাকে সাফল্যমণ্ডিত করার এক মূর্ত প্রতীক হেলেন কেলার থেকে আমরা পাই সাফল্যের তাৎপর্যপূর্ণ  লেসনটি যিনি দৃষ্টি, শ্রবণ বাক প্রতিবন্ধী হয়েও সফল পদচারণা ঘটিয়েছেন জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য মানবতার সুউচ্চ শিখরে, মানবসেবায় ছুটে চলেছেন দেশ থেকে দেশান্তরে তিনি তার কলেজ জীবনের প্রারম্ভেই রচনা করেছেন ‘Optimism’ নামক উদ্দীপনামূলক গ্রন্থ সেখানেই তিনি নিজের জীবনকে উম্মোচন করে সফলতার এই জীবনঘনিষ্ঠ বার্তাটি প্রেরণ করেছেন বিশ্বময়ঃ  

 

Optimism is the faith that leads to achievement.

Nothing can be done without hope and confidence.



মোহাম্মদ আবদুল গাফ্ফার মজুমদার

সহকারি শিক্ষক (ইংরেজি)

উত্তরখান সরকারি মাধ্যমিক বিদ্যালয়

উত্তরা, ঢাকা



আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি