Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

১২ অক্টোবর, ২০২০ ০৯:৫৮ অপরাহ্ণ

তাহিরপুর উপজেলায় অনলাইন ক্লাস পরিচালনা বিষয়ক কর্মশালা /২০২০

তারিখ: ০৭/১০/২০২০, বুধবার ।

স্থান:  তাহিরপুর বালিকা উচ্চ  বিদ্যালয় ও কলেজ, তাহিরপুর, সুনামগঞ্জ । 

বিষয়: শিক্ষক বাতায়ন, অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনা ও এর চ্যালেঞ্জ মোকাবেলা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা । এই পর্যন্ত সুনামগঞ্জ জেলার এগারটি উপজেলার মধ্যে সাতটি উপজেলায় অনলাইন বিষয়ক প্রশিক্ষণ শেষ করলাম । বাকি উপজেলাগুলো খুব শীঘ্রই শেষ করব ইনশাআল্লাহ ।

প্রধান অতিথি:

জনাব মোঃ জাহাঙ্গীর আলম, জেলা শিক্ষা অফিসার, সুনামগঞ্জ । 

,

বিশেষ অতিথি:

জনাব মোঃ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, তাহিরপুর, সুনামগঞ্জ ।  

জনাব মোঃ মোশাররফ হোসেন, প্রধান শিক্ষক, তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়, তাহিরপুর, সুনামগঞ্জ । 

জনাব চিররঞ্জন তালুকদার, প্রধান শিক্ষক, আলহাজ্ব জমির আলী উচ্চ বিদ্যালয়, তাহিরপুর, সুনামগঞ্জ । 

জনাব মোঃ মোদাচ্ছির আলম, প্রধান শিক্ষক, জনতা উচ্চ বিদ্যালয়, তাহিরপুর, সুনামগঞ্জ । 

জনাব মোছাম্মৎ শাহিনা খাতুন, প্রধান শিক্ষক, বালিজুরি হাজী এলাহি বক্স উচ্চ বিদ্যালয়, তাহিরপুর, সুনামগঞ্জ । 

সঞ্চালনা করেন জনাব আজাদ মিয়া, সহকারী শিক্ষক, আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়, তাহিরপুর, সুনামগঞ্জ । 


সভাপতি: জনাব মোঃ ইয়াহিয়া, প্রধান শিক্ষক, তাহিরপুর বালিকা উচ্চ  বিদ্যালয় ও কলেজ, তাহিরপুর, সুনামগঞ্জ ।


রিসোর্স পারসন: সুনামগঞ্জ জেলার ICT4E Ambassador, a2i

মোহাম্মদ কামাল উদ্দিন এবং প্রধান শিক্ষক, ছাতক ইউনিয়ন এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, মল্লিকপুর, ছাতক, সুনামগঞ্জ ।

। অতিথি শিক্ষক ছিলেন:ICT4E Ambassador, a2i- জনাব Kabirul Islam, জনাব Ismail Hosen, জনাব M Misbah Uddin, জনাব Abu Shaid Mahmud, জনাব Ranada Ganguly, জনাব Maksum Ahmed ও সাবেক ICT4E Ambassador  জনাব Tarikul Islam

অতিথি শিক্ষক জনাব Estahad Islam

অংশগ্রহণকারী: তাহিরপুর উপজেলার  বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৫২ জন আইসিটি প্রেমী শিক্ষক-শিক্ষিকা  । শিক্ষকদেরকে অনলাইন স্কুল পরিচালনা করার বিভিন্ন বিষয় সরাসরি দেখিয়ে দেয়া হয় । উপজেলা শিক্ষা অফিসার ও অত্র বিদ্যালয়ের  প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ কর্মশালা সফল করতে সার্বিক সহযোগিতা করেন ।  জেলা শিক্ষা অফিসারের সাথে পরামর্শক্রমে  মানসম্পন্ন ক্লাস তৈরি ও যথাযথ ভাবে পাঠানোর জন্য জেলা শিক্ষা অফিস ও প্রধান শিক্ষক মহোদয় এই কর্মশালার আয়োজন করেন । সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি ।অনেক কষ্ট করে বিভিন্ন স্থান থেকে উপস্থিত হয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রচেষ্টা চালিয়ে যাওয়ায় সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ।  তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ-এর প্রধান শিক্ষক জনাব মোঃ ইয়াহিয়া স্যারের আথিতেয়তার কথা বলার অপেক্ষা রাখে না । এগিয়ে যাচ্ছে সুনামগঞ্জের অনলাইন স্কুল কার্যক্রম , এগিয়ে যাচ্ছি আমরা । ধন্যবাদ সবাইকে ।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি