Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৪ অক্টোবর, ২০২০ ০৭:২৪ পূর্বাহ্ণ

উন্নত দেশ: নিরুপণের বিভিন্ন মানদন্ড

উন্নত দেশ নিরুপণের বিভিন্ন মানদন্ড

উন্নত দেশ বলতে ঐ সকল সার্বভৌম দেশকে বুঝা যারা অর্থনৈতিক  উন্ন এবং উচ্চতর প্রযুক্তিগত অবকাঠামোর  সর্বোচ্চ স্তর বা নির্দিষ্ট সীমারেখা অবস্থানসহ স্বল্পোন্নত দেশসমূহ থেকে অনেকাংশেই এগিয়ে রয়েছে। উন্নত দেশকে অনেকে অধিক উন্নত দেশ নামে আখ্যায়িত করে থাকেন। অনেক উপায়ে উন্নত দেশের সংজ্ঞা নিরূপিত করা হয়।  অর্থনৈতিক উন্ন হিসেবে জনগণের মাথাপিছু আয়, মোট দেশজ উৎপাদন, শিল্পায়নের স্তর, বিস্তৃত অবকাঠামোর বিন্যাস এবং সাধারণ জীবনযাত্রার মান এর প্রধান মাপকাঠি। এছাড়াও, মানব উন্নন সূচকের মাধ্যমে উন্নত দেশকে নির্ধারিত করা হ। তবে, কোন দেশটি কি মানদণ্ডে, কোন শ্রেণী বিন্যাসের মাধ্যমে উন্নত দেশের মর্যাদা পাবে এটি প্রকৃতই বিতর্কিত বিষ। সাধারণতঃ উন্নত যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুতের উৎপাদন ও এর মাথাপিছু ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্ন ও আধুনিক হাসপাতাল, সুন্দর ব্যবস্থাসম্পন্ন চমৎকার গণশৌচাগার উন্নত দেশসমূহে বিদ্যমান থাকে। উন্নত দেশসমূহের শিল্পাঞ্চল-পরবর্তী সমাজ ব্যবস্থা মজবুত অর্থনৈতিক ভিত্তি বিরাজমান। অর্থাৎশিল্পাঞ্চল খাতের তুলনায় সেবা খাতেই অর্থনৈতিক বুনিয়া রয়েছে বেশি। উন্ননশীল দেশের শিল্পায়নে প্রবেশের চেষ্টা কিংবা শিল্প-পূর্ব সমাজের তুলনা উন্নত দেশে বিপরীত চিত্র সবিশেষ লক্ষ্যণী আন্তর্জাতিক অর্থ তহবিলের ২০১০ সালের তথ্য মোতাবেক উচ্চ অর্থনীতিতে উন্নত দেশের  জিডিপিতে  ৬৫.৮% এবং পিপিপিতে ৫২.১% বৈশ্বিক অংশগ্রহণ রয়েছে। ২০১১ সালে শীর্ষ দশ উচ্চ অর্থনীতির দেশ হিসেবে যুক্তরাষ্ট্রজাপানজার্মানিফ্রান্সযুক্তরাজ্যইতালিকানাডাস্পেনদক্ষিণ কোরিয়া এবং  অস্ট্রেলিয়া  পরিচিতি পেয়েছে।

শাহীন আক্তার

14.10.2020

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি