Loading..

উদ্ভাবনের গল্প

১৫ অক্টোবর, ২০২০ ০৬:০৬ অপরাহ্ণ

DNA মডেল তৈরি।

উদ্ভাবনী গল্পঃ

DNA মডেল তৈরি।

 

উদ্দেশ্যঃ  

দীর্ঘ স্থায়ী শিক্ষণ অর্জন।


কার্যক্রমঃ 

আমরা শিক্ষক, তাই শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা একান্ত কর্তব্য। আমাদের সঠিক নির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধা এবং চিন্তা শক্তিকে জাগ্রত করতে পারে এবং জটিল সমস্যার সমাধান করতে পারে। আমার সহযোগিতায় শিক্ষার্থীরা তাদের নিজের উদ্দ্যোগে বিভিন্ন ধরণের উপকরণ সংগ্রহ করে এবং পাঠ্য পুস্তক সংশ্লিষ্ট বিভিন্ন প্রকার মডেল তৈরি করে। আজকে আমার শিক্ষার্থীরা একটি DNA মডেল তৈরি করছে। ফলে DNA এর গঠন সম্পর্কে তারা পরিপূর্ণ ধারণা লাভ করতে পারে। এর মাধ্যমে শুধুমাত্র শিক্ষার্থীদের পাঠ্য পুস্তকের জ্ঞান অর্জিত হয় না, তাদের মধ্যে নেতৃত্ব দানের দক্ষতা, যোগাযোগ দক্ষতা, সমস্যা তৈরি ও সমস্যা সমাধান দক্ষতা এবং সহযোগিতা মনোভাব এর উন্নয়ন ঘটে। শিক্ষার্থীরা এই কাজ গুলো নিজে হাতে কলমে করে ফলে তাদের আন্তঃতৃপ্তি এবং আত্ননির্ভরশীল মনোভাব গড়ে উঠে।