Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২০ অক্টোবর, ২০২০ ০৯:৫০ অপরাহ্ণ

জীববৈচিত্র্য সংরক্ষণে কৃষির ভূমিকা

জীববৈচিত্র্য:
আমেরিকার জীব বিজ্ঞানী ই.এ.নরসে (E.A.Norse) এবং তার সহযোগীদের মতে জীববৈচিত্ৰ্য হল জল, স্থল সকল জায়গায় সকল পরিবেশে থাকা সকল ধরনের জীব এবং উদ্ভিদের বিচিত্ৰতা৷ পৃথিবীর ১০ বিলিয়ন ভাগের একভাগ অংশতেই ৫০ মিলিয়ন প্ৰজাতির বিভিন্ন জীব-জন্তু এবং উদ্ভিদের বসবাস। এক প্রজাতিকে টিকে থাকতে হলে অন্য it প্রজাতির ওপর নির্ভরশীলতাই হচ্ছে জীববৈচিত্র্যের মূল বিষয়। এই নির্ভরতার মধ্যে অন্যতম হচ্ছে মানুষ। মানুষকে বেঁচে থাকতে হলে সর্বপ্রথম প্রয়োজন খাদ্য ও ওষুধের, যা আহরিত হচ্ছে জীববৈচিত্র্য থেকেই। শুধু আমাদের দেশের জন্যই জীববৈচিত্র্যের গুরুত্ব আধিক্য নয়; সমগ্র বিশ্বেই রয়েছে এই জীববৈচিত্র্যের ব্যাপক প্রয়োজনীয়তা। জীববৈচিত্র্য নিয়ে জানলে যেমনি একজন মানুষ সচেতন হবেন, তেমনি অন্যকেও গুরুত্ব বোঝাতে সক্ষম হবেন।

সৃষ্টির শুরু থেকে ধাপে ধাপে বিভিন্ন ধরনের পরিবেশ বিভিন্ন বৈচিত্র্যের প্রাণীরা মানিয়ে নিয়েছে তাদের বৈচিত্র্য দিয়ে আর তার ফলে ধরিত্রী মাতা আজ বৈচিত্র্যময়। চারপাশের জীবদের নিয়ে আমাদের জীবন। আর এই জীবেরা পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান আর এক অবিচ্ছেদ্য অংশ। এই পরিবেশ প্রকৃতির মধ্যে রয়েছে ভারসাম্য, রয়েছে সুষ্ঠু নিয়ম। পরিবেশের একে অপরের সাথে গভীর ভাবে জড়িয়ে। একটু কোথাও সমস্যা হলে পুরো নিয়মে ভারসাম্য নষ্ট হয়। প্রকৃতি বিভিন্ন দূর্যোগের মাধ্যমে সেটি জানান দিতে ভোলে না। ধরিত্রী মাতাকে বাঁচাতে, এই জীব বৈচিত্র্য কে বাঁচাতে আমাদের এগিয়ে আসতে হবে সকলকে। প্রত্যেক মানুষ কে নিজ নিজ অবস্থান থেকে দাড়াতে হবে সংরক্ষণের জন্য।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি