Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৪ জানুয়ারি, ২০১৫ ১২:০০ পূর্বাহ্ণ

স্মৃতিসৌধ আমাদের অহংকার

স্মৃতিসৌধের ৭টি স্তম্ভ ১৯৫২ থেকে ১৯৭১ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বড় বড় সাতটি আত্মত্যাগ ও আন্দোলনের প্রতীক:

> একেবারে নিচের খাঁজটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রতীক

> তারপরের খাঁজটি ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচনের প্রতীক 

> পরেরটি ১৯৫৮ সালের সামরিক আইউব বিরোধী আন্দোলনের প্রতীক।

>পরেরটি ১৯৬২ সালের ছাত্র আন্দোলনের প্রতীক।

>পরেরটি ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলনের প্রতীক।

> পরেরটি ১৯৬৯ সালের আগড়তলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে গণ-আন্দোলনের প্রতীক।

> একেবারে উঁচু খাঁজটি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের প্রতীক।

আরো দেখুন