Loading..

উদ্ভাবনের গল্প

২০ অক্টোবর, ২০২০ ১১:৩৪ অপরাহ্ণ

উদ্ভাবনের গল্প -০৮ একটি কম্পিউটার পাওয়ার সাপ্লাই ইউনিটের পরিচিতি /Real Education Part 03 A computer Power Supply Unit Identity

উদ্ভাবনের গল্প -০৮ " বাস্তব শিক্ষা" পর্ব-০৩ ( একটি কম্পিউটার এর পাওয়ার সাপ্লাই ইউনিটের পরিচিতি ) - মোঃ সামছুল হোসেন আমি এই উদ্ভাবনের গল্প-০৮ এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তারা যেন হাতে-কলমে আধুনিক প্রযুক্তির সবচেয়ে উল্যেখযোগ্য ডিভাইস কম্পিউটার সম্পর্কে ধারণা নিতে পারে এটাই ছিল আমার মূল উদ্দেশ্য। আমি পর্ব-০৩ এ নিয়ে এসেছি একটি ডেস্কটপ কম্পিউটার এর পাওয়ার সাপ্লাই ইউনিটের বিভিন্ন ক্যাবলের পরিচিতি। শিক্ষার্থীদের আমি একটি ডেস্কটপ কম্পিউটার এর পাওয়ার সাপ্লাই ইউনিটের বিভিন্ন ক্যাবলের পরিচিতি যাবতীয় খুঁটিনাটি বিষয় অবগত করে তাদের ভেতর আমি এই উদ্ভাবনী বোধ জাগাতে চাই যে আমি শুধুমাত্র পুঁতগত বিদ্যায় সীমাবদ্ধ না থেকে জীবনমুখী কাজগুলো হাতে-কলমে জানি। পর্যায়ক্রমে আমি কম্পিউটার হার্ডও্যারের যাবতীয় আরো নিত্যনতুন বিষয় নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ।