Loading..

উদ্ভাবনের গল্প

১১ নভেম্বর, ২০২০ ১০:২১ অপরাহ্ণ

বর্ণ ও ছবির গল্প-৫

প্রাক প্রাথমিক শ্রেণি ও প্রথম শ্রেণিতে আমরা শিক্ষার্থীদের বর্ণমালা চেনা,উচ্চারন করা ,বর্ণ দিয়ে শব্দ বলা ও বর্ণ লেখা শেখাই । এই বয়সের শিক্ষার্থীরা আঁকতে বেশি  পছন্দ করে ।তাই আমি শিশুদের পছন্দকে কাজে লাগিয়ে তাদের শিখণকে আরো আনন্দময় ও স্থায়ী করার লক্ষ্যে বর্ণ দিয়ে ছবি আঁকার অনুশিলন করানো শুরু করলাম । আমার বিদ্যালয়েও শিশুরা এই প্রক্রিয়াকে আনন্দের সাথে গ্রহন করেছে । এখন বর্ণমালা শিখণ তাদের কাছে সবচেয়ে পছন্দের পাঠে পরিনত হয়েছে