Loading..

নেতৃত্বের গল্প

১২ নভেম্বর, ২০২০ ১০:০১ অপরাহ্ণ

Teacher Leadership: Micro, Meso and Macro Level.”

বিশ্ব শিক্ষক দিবস মুজিববর্ষ উপলক্ষ্যে পঞ্চম আন্তর্জাতিক শিক্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে সোমবার, নভেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা৩০ মিনিট পর্যন্ত ভার্চুয়ালি সেমিনার অনুষ্ঠিত হয় এতে বাংলাদেশসহ চার দেশের শিক্ষকবৃন্দঅংশ নেয় এই সেমিনারেরে বিষয় ছিল Teacher Leadership: Micro, Meso and Macro Level.”

সেমিনারে মূল সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন লালমনিরহাটের কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুজ্জামান আহমেদ এবং ফরিদপুর সরকারি শিক্ষক ট্রেনিং কলেজের  সহকারী অধ্যাপক মো. রোকোনুজ্জামানশিকদার

সেমিনারে অতিথি হিসেবে যুক্ত হয়েছিলেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার পরিচালক . মো. গোলাম ফারুকবিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন জনাব মোহাম্মদ কবির হোসেন, সহোযোগী অধ্যাপক ও সংযুক্ত কর্মকর্তা, এক্সেস টু ইনফরমেশন (এটুআই) , জনাব মোঃ রফিকুল ইসলাম সুজন, এডুকেশনাল এক্সপার্ট , এক্সেস টু ইনফরমেশন (এটুআই) , জনাব অভিজিৎ সাহা, প্রোগ্রাম এসিস্টেন্ট, এক্সেস টু ইনফরমেশন (এটুআই)

 এই সেমিনারে প্যানেলিস্ট হিসেবে অত্যন্ত জোরালো তথ্য সমৃদ্ধ বক্তব্য রাখেন ভারতে জাতীয় শিক্ষক ড. সব্যসাচী মজুমদার, মালেশিয়ার ড. লি সও ইম, নেপালের তৃষ্ণা আচারিয়া, বাংলাদেশের জনাব মোহাম্মদ আবদুল কাদের, সহকারী পরিচালক, উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট, কুমিল্লা, জনাব মো; রফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার, ময়মনসিংহ, জনাব মোঃ সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বরুড়া, কুমিল্লা, জনাব মোঃ নাসির উদ্দিন, অধ্যক্ষ, কুমিরা রেসিডেন্সিয়াল মডেল গার্লস স্কুল এন্ড কলেজ, সিতাকুন্ডু, চট্রগ্রাম, জনাব মোঃ আবদুল মালিক, সহকারী প্রধান শিক্ষক, মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয়, সিলেট, মোঃ আব্দুল্লাহ আল মামুন, সহকারী শিক্ষক,পল্লীমঙ্গল বালিকা উচ্চ বিদ্যালয়, খুলনা, সুবর্ণা রায় লিপা, সহকারী শিক্ষক,ত্রিপল্লী সরকারী প্রাথমিক বিদ্যালয়,বোয়ালমারী, ফরিদপুর।  ও সেমিনারে মডারেটরের দায়িত্ব পালন করেন গাজীপুর জি কে মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক এস এম তাহমিনা

 এবারের সেমিনারে জুম প্লাটফর্মে সারা দেশ থেকে সরাসরি যুক্ত থাকেন ৪৩০ জন  শিক্ষক, এছাড়াও সেমিনার টিচার্চ পোর্টাল থেকে লাইভ হওয়ায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দর্শক উপভোগ করার সুযোগ পান।