Loading..

ভিডিও ক্লাস

২২ নভেম্বর, ২০২০ ০৯:৫৯ অপরাহ্ণ

৪|শিল্প বলতে কি বুঝ?শিল্পের বৈশিষ্ট্য বর্ণনা কর।

শ্রেণী:একাদশ,বিষয়:ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-১ম পত্র,অধ্যায়:১ম,"ব্যবসায়ের মৌলিক ধারণা"

প্রশ্ন:শিল্প বলতে কি বুঝ? শিল্পের বৈশিষ্ট্য বর্ণনা কর ।

উত্তর: শিল্প হলো এমন এক ধরনের কর্ম প্রচেষ্টা; যার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ, উত্তোলন বা প্রক্রিয়াজাতকরনের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে রূপান্তর ঘটিয়ে মানুষের ভোগ বা ব্যবহার উপযোগী চূড়ান্ত পণ্য বা সেবা তৈরী করা হয় ।

¤¤ শিল্পের বৈশিষ্ট্য:

১| #উৎপাদনকারী শাখা  ২| রুপগত উপযোগ সৃষ্টি  ৩| কেন্দ্রীভূত কর্ম  ৪| অধিক পুঁজি ও ঝুঁকি  সংশ্লিষ্ট  ৫| ফললাভে বিলম্ব  ৬| অর্থনৈতিক উন্নয়নের প্রবেশ পথ ৭| শিল্প পণ্য উৎপাদন  

৮| দেশরক্ষা  ৯| জাতীয় আয় বৃদ্ধি  ১০| জীবনযাত্রার মান উন্নয়ন

পরিশেষে বলা যায়, ব্যবসায়েরগুরুত্বপূর্ণ  অংশ হিসেবে শিল্পের উপরে উল্লিখিত বৈশিষ্ট্যাবলী পরিলিক্ষত হয় ।তাছাড়া শিল্পের ধরণ ও উদ্দেশ্যভেদে আরো কতিপয় বৈশিষ্ট্য যুক্ত হতে পারে ।