Loading..

উদ্ভাবনের গল্প

২৬ নভেম্বর, ২০২০ ১০:০১ অপরাহ্ণ

উদ্ভাবনী গল্প-৫২, আইসিটি প্রশিক্ষণ ও আমি


আইসিটি প্রশিক্ষণ ও আমি

২০১১ সালে কম্পিউটার শিক্ষক হিসাবে শিক্ষকতা জীবন শুরু করি। জীবনের লক্ষই ছিল শিক্ষা ও শিক্ষার্থীদের নিয়ে কাজ করার। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতি সেই কাজকে কিছুটা গতিরোধ করলেও বসে নেই আমরা। শরীয়তপুর জেলার সুযোগ্য শিক্ষা অফিসার মহোদয়ের সুযোগ্য নেতৃত্বে জেলার আটজন আইসিটি অ্যাম্বসেডর পুরো জেলার দায়িত্ব নিয়ে কাজ শুরু করে দেই। প্রতিদিন সকাল হলেই ল্যাপটপ নিয়ে পথ চলা শুরু হয়। প্রতিটি উপজেলায় আমাদের বিচরন, সহযোগী আটজন জেলা অ্যাম্বাসেডর, যাদের নেতৃত্বে ছিল জেলা শিক্ষা অফিসার। উপজেলার যেখানে ই আইসিটি ল্যাব ছিল সেখানেই আমাদের বিচরন। প্রতিটি উপজেলার প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে আমরা করোনকালীন প্রশিক্ষনের ব্যবস্থা করি। প্রথমে প্রতিটি প্রতিষ্ঠান থেকে একজন করে শিক্ষককে এই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসি। পরে প্রতিটি প্রতিষ্ঠানে ইনহাউজ প্রশিক্ষনের ব্যবস্থা করি। সেখানে বিদ্যালয়ের সকল শিক্ষককে আমরা অনলাইন ক্লাস, শিক্ষক বাতায়ন ও ইমেইল বিষয়ক প্রশিক্ষন প্রদান করি। একমাসের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করি । একমাসের মধ্যে আমাদের জেলায় শতভাগ শিক্ষক বাতায়নের সদস্য করতে সক্ষম হই। অনলাইন শিক্ষা এগিয়ে নিতে সক্ষম হই।  বর্তমানে আমার জেলা শিক্ষক বাতায়নের অনলাইন ক্লাসের ড্যাশবোর্ডে পঞ্চম স্থানে আসতে সক্ষম হই। এভাবেই এগিয়ে চলছে আমাদের জেলা ও আমাদের কর্মযজ্ঞ। সারাদিন কাজ করে ক্লান্ত শরীরে বাড়িতে ফিরে আবার পরবর্তী দিনের কাজ শুরু করে। আমাদের পরিশ্রমে একদিন এগিয়ে যাবে বাংলাদেশ তার কাংখিত লক্ষ্যে। সকলকে অসংখ্য ধন্যবাদ।

 

 

মোঃ হাবিবুল্লাহ্

সহকারি শিক্ষক(আইসিটি)

কনেশ্বর এস.সি. এডওয়ার্ড ইনস্টিটিউশন

ডামুড্যা, শরীয়তপুর।

জেলা অ্যাম্বাসেডর ও সপ্তাহের সেরা কনটেন্ট নির্মাতা

মোবাইলঃ ০১৮৩৬৬২৪১৪৮

ই-মেইলঃ [email protected]