Loading..

উদ্ভাবনের গল্প

২৭ নভেম্বর, ২০২০ ১০:২৬ অপরাহ্ণ

উদ্ভাবনী গল্প-৫৩, জ্ঞানের প্রসারে বই

 


                                                    জ্ঞানের প্রসারে বই

বই মানুষের জীবনের সর্বোত্তম বন্ধু, সে কখনো শত্রুতে পরিনত হয়না। জ্ঞানের প্রসারের জন্য জানার আগ্রহ থেকে বই পড়ার আগ্রহ সৃষ্টি হয়। আমার শিক্ষার্থীরা যাতে পাঠ্য বই পড়ারা পাশাপশি অন্যন্যা বই পড়ায় অনুপ্রানিত হয় সেজন্য তাদেরকে বিভিন্নভাবে আগ্রহ সৃষ্টি করার চেষ্ঠা করি। আমার ব্যক্তি লাইব্রেরী থেকে তাদেরকে বই পড়তে দিতাম। কিন্তু বেশি শিক্ষার্থীদেরকে সেটা দেয়া সম্ভব হতোনা। আমার সে কাজটাকে সহজ করে দিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়। উক্ত মন্ত্রনালয়ের মহতী উদ্যোগে সারা দেশের কয়েকটি জেলা তে ভ্রাম্যমান লাইব্রেরী চালু করে। বিশ্বসাহিত্য কেন্দ্র সারা দেশে “আলোকিত মানুষ চাই” এই শ্লোগানে শিক্ষার্থীসহ সাধারন মানুষের দোড় গোড়ায় বইয়ের গাড়ি পৌছে দিল। আমার প্রতিষ্ঠানে ও সেই ভ্রাম্যমান লাইব্রেরী প্রতিরবিবার আসে। কিন্তু শিক্ষার্থীরা তেমন আগ্রহী নয়। তাই প্রথমে আমি নিজেই উক্ত ভ্রাম্যমান লাইব্রেরীর সদস্য হয়ে নিয়মিত বই পড়ি। আমার শিক্ষার্থীদেরকে বই পড়তে উৎসাহিত করি। আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরাই এখন শরীয়তপুর জেলার মধ্যে সবচেয়ে বেশি পাঠক। এভাবে শিক্ষার্থীদের মধ্যে মধ্যে ধীরে ধীরে বই পড়ায় আগ্রহ তৈরী হয়। তারা ভ্রাম্যমান লাইব্রেরী অনলাইন প্লাটফর্মে বিভিন্ন প্রতিযোগীয় অংশগ্রহন করে এবং পুরস্কার পাওয়ার গৌরভ অর্জন করেন। আমার এই সংগ্রাম চলছে, চলবেই। সকলকে অসংখ্য ধন্যবাদ।

 

মোঃ হাবিবুল্লাহ্

সহকারি শিক্ষক(আইসিটি)

কনেশ্বর এস.সি. এডওয়ার্ড ইনস্টিটিউশন

ডামুড্যা, শরীয়তপুর।

জেলা অ্যাম্বাসেডর ও সপ্তাহের সেরা কনটেন্ট নির্মাতা

মোবাইলঃ ০১৮৩৬৬২৪১৪৮

ই-মেইলঃ [email protected]