Loading..

উদ্ভাবনের গল্প

২৮ নভেম্বর, ২০২০ ১১:২৮ অপরাহ্ণ

উদ্ভাবনী গল্প-৫৪, মুক্তিযুদ্ধ ও আমাদের শিক্ষার্থীরা

মুক্তিযুদ্ধ ও আমাদের শিক্ষার্থীরা

দীর্ঘ্য নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদের অর্জিত স্বাধীনতা, অর্জিত বিজয়। যেখানে আমরা হারিয়েছি ত্রিশ লক্ষ তাজা প্রাণ, দুই লক্ষ মা-বোনের সম্ভ্রম। কত যে বুক খালি হয়েছে, কত যে মা অঝর ধারায় কেদেছে। কত যে স্ত্রীর পথ চাওয়া শেষ হয়নি। কত বোন তার ভাইয়ের প্রতিক্ষায় আজও ব্যাকুল তা ভাষায় প্রকাশ করার নয়। কিন্তু এত কিছুর পরও সত্যিকারের স্বাধীনতার সত্য ইতিহাসটুকু আমাদের শিক্ষার্থীদের অজানা। তারা আজও সঠিক ভাবে জানেনা ১৯৭১ সালের সময়টাতে কি ঘটেছিল। আজ আমার উদ্ভাবনী গল্পে আমি চেষ্ঠা করেছি আমাদের শিক্ষার্থীদের কে কিছুটা হলেও মুক্তিযুদ্ধের চেতনাকে তাদের মধ্যে জাগ্রত করার। মুক্তিযুদ্ধের বর্বরতার চিত্র তাদের মাধ্যমেই তাদের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্ঠা করেছি। আমার এই উদ্ভাবনী গল্পের মাধ্যমে আমার শিক্ষার্থীরা কিছুটা হলেও মুক্তিযুদ্ধের ইতিহাস ও এর বর্বরতা সম্পর্কে জানতে পারবে। তারা নিজেরা যা কখনও চিন্তা করেনি আজ তাদের সে চিন্তার ফসল হিসাবে নিজেরাই মুক্তিযুদ্ধের বিভিন্ন চরিত্রে অভিনয় করে তাদের অর্জিত অভিব্যক্তি প্রকাশ করেছে। তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে জানতে চেষ্ঠা করেছে। আমার বিদ্যালয়ে আমি সর্বদাই চেষ্ঠা করি শিক্ষার্থীদের মধ্যে আমাদের অতীতের প্রকৃত ইতিহাসকে তুলে ধরার জন্য। আমার গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলেই এই পরিশ্রম সার্থক হবে বলে মনে করি। ধন্যবাদান্তে-

মোঃ হাবিবুল্লাহ্

সহকারি শিক্ষক(আইসিটি)

কনেশ্বর এস.সি. এডওয়ার্ড ইনস্টিটিউশন

ডামুড্যা, শরীয়তপুর।

মোবাইলঃ ০১৮৩৬৬২৪১৪৮

ই-মেইলঃ [email protected]