Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

২৯ নভেম্বর, ২০২০ ১২:৩৯ পূর্বাহ্ণ

শিক্ষা সফরের বাস্তব জ্ঞান, বিজ্ঞান সম্মত মস্তিস্ক তৈরী করে ।
ফেলে আসা স্মৃতি কোন একদিন ২০২০ খ্রি: ,

শিক্ষ সফর  হচ্ছে বাস্তবমুখি জ্ঞানের অন্যতম ? উৎস । 100শত বার শোনার চেয়ে একবার প্রদর্শন করা অনেক ভাল । বাস্তব উপকরণের মাধ্যমে পাঠদান স্থায়ী হয়, যা অর্জন করা যায় সফরের মাধ্যমে ।
জীবনে বেঁচে থাকার জন্য অনেক সাহস ও সৃজনশীলতার দরকার হয় ।
এই সাহস ও সৃজনশীলতা আপনাকে এনে দিতে পারে শিক্ষা সফর ।
এরখম একটি দিন আমাদের জীবনে ছিল ২৬ শে নভেম্বর ২০২০ খ্রি:। হবিগঞ্জ অনলাইনটিচার্সার 
  গ্রুপ কর্তৃক আয়োজিত শিক্ষ সফর। খুবই সুন্দর, সার্থক ভাবে শিক্ষাসফর সম্পন্ন হলো। ১৬০ জন শিক্ষক, পরিবার অংশ গ্রহণ করেন ।
অনেক গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলো দেখার সুযোগ হয়।পুরুষ, মহিলাদের জন্য আলাদা ভাবে খেলার আয়োজন করা হয়। 
১/ মহিলাদের জন্য - বল নিক্ষেপ। 
২ পুরুষ দের জন্য - বস্তা দৌড় এবং ফুটবল  । 
খেলা  শেষে পুরুস্কার বিতরনে মধ্যদিয়ে ভ্রমন সমাপ্ত হয়।
এতবড় বিশাল বহরে আশা করি তেমন কোন ত্রুটি হয়নি। সকলেই হাসি খুশি ভাবে বিদায় নিয়েছেন।
ধন্যবাদ জানাই হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার  মহোদয়কে উনার উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে।ধন্যবাদ জানাই হবিগঞ্জ জেলা এম্বাসেডর এবং হবিগঞ্জ জেলা অনলাইন স্কুলের সভাপতি জনাব লোকমান খান স্যারকে। উনার আন্তরিকতা এবং পারদর্শিতার ফলে সুন্দর ভাবে সফল হয়েছে। 
 
পরিশেষে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

মো: আব্দুর রহিম তালুকদার 
সহকারী শিক্ষক (B.Sc - গণিত) 
সঈদপুর বাজার ফাজিল (ডিগ্রী) মাদরাসা ।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি