Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

২৯ নভেম্বর, ২০২০ ১১:২০ অপরাহ্ণ

ই-মনিটরিং প্রশিক্ষণ

অদ্য 29/11/2020 খ্রি. তারিখে “ ই- প্রাইমারী স্কুল সিস্টেম” এর তথ্য হালফিল করার জন্য 10 টি বিদ্যালয়ের 10 জন শিক্ষক কে বিনামূল্যে অনলাইন ভিত্তিক “ ই-মনিটরিং “ প্রশিক্ষণ পদান করি। এ প্রশিক্ষণ গ্রহণের ফলে ঐ শিক্ষকগণ আজ থেকে নিজেদের বিদ্যালয়ের অনলাইন ভিত্তিক যাবতীয় তথ্য নিজেরাই পূরণ করতে পারবে। এর ফলে “ ই-প্রাইমারী স্কুল সিস্টেম, প্রাইমারী ই-ব্যকস্থাপনা অর্থাৎ বিদ্যালযের অনলাইন ভিত্তিক যে কোন তথ্য তাঁরা পূরণ করতে শিখেছে এবং তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিসহ আইসিটি জ্ঞান বৃদ্ধি পেয়েছে । এখন থেকে ঐ 10 টি বিদ্যালয়কে তাদের অনলাইন ভিত্তিক তথ্য পূরণের জন্য আর শিক্ষাঅফিস বা কোন কম্পিটারের দোকানে দৌড়াতে হবে না।এভাবে সারা বাংলাদেশে প্রশিক্ষণে ব্যবস্থা থাকলে / চালু করলে প্রত্যেকটি বিদ্যালয়েরই আইসিটি দক্ষতা বাড়বে ও শিক্ষার গুণগত মানবাড়বে হবে বলে আমার বিশ্বাস।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি