Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৬ ডিসেম্বর, ২০২০ ০২:৩৩ পূর্বাহ্ণ

ট্রেনিং এর মাধ্যমে পেশাগত কাজে দক্ষতা অর্জন করা যায় ।

আলাহামদুলিল্লাহ,

অবশেষে " সরকারী নির্দেশিত   অনলাইন প্রশিক্ষণ কোর্সটি "কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম" প্রশিক্ষণটি সফলভাবে সম্পন্ন করে সার্টিফিকেট অর্জন করিয়াছি ।ধন্যবাদ জ্ঞাপন করি গণপ্রজাতন্ত্রীক বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রীকে, এধরনের সুযোগ তৈরী করে দেয়ার জন্য ।


ইউনিসেফ  এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে দেশব্যাপি কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে সহায়তার জন্য প্রস্তুতকৃত প্রশিক্ষণ অ্যাপস `Adolescents Nutrition Training' এর কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণ কোর্সটি করতে  এই লিংকে (অনলাইনে শুরু করুন) 

 https://adolescent.nnsop.org 

অথবা Apps ডাউনলোডের জন্য chase করুন (Adolesent Nutrition Training) লিখে ।

মোট মডিউল : ৬টি। মোট সময় : ০১ ঘণ্টা ৫৭ মিনিট। আসুন সকলে জেনে নেই,

এই কোর্সটি সকলেরই করা উচিত। সবাই সবার যায়গা থেকেই কিছুনা কিছু করার আছে। নিজের সন্তানদের, ছোট ভাইবোনের কৈশোর কালে তাদের সঠিকভাবে গাইড করা শুধুমাত্র শিক্ষকদের একার দায় নয়। এটলিস্ট প্রত্যেকটি পরিবারের অভিভাবকেরও এটা জানা জরুরি।

হ্যা, আমরা একাডেমিক পর্যায়ে যাকিছু করার চেষ্টা করবো। আপনি কিন্তু একজন বাবা। কাজেই বাবা হিসেবে সন্তানের কৈশোর কালে তাদের প্রতি যথাযথ দায়িত্বশীল আচরণ করা উচিত। তাদের দেখাশোনা, পড়াশোনা ও খাদ্যাভ্যাস তৈরি সহ কৈশোরের শারিরীক ও মানসিক পরিবর্তনের সাথে উপযুক্ত খাদ্য ও পুষ্টির যোগান দেওয়া একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব।

মন্তব্য : পরিশেষে সবাই আমার জন্য দোয়া করবেন, অর্জিত জ্ঞান যেন শিক্ষার্থীদের মধ্যে প্রয়োগ করে প্রশিক্ষণের অর্পিত দায়িত্ব বাস্তবায়ন করতে পরি ।


             -এম.এ রহিম তালুকদার


আরো দেখুন