Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৩ ডিসেম্বর, ২০২০ ১২:০৬ পূর্বাহ্ণ

জাতীয় শিক্ষা সপ্তাহ -২০১৮ খ্রি.কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক সনদপত্র গ্রহণ।

আমি মোঃ জামাল হোসেন খান, বিএসএস (সম্মান) এমএসএস (সমাজকর্ম), বিএড (শিক্ষা) ও এমএড (শিক্ষা প্রশাসন) 'প্রথম শ্রেণি'। (সরকারি টিচার্স ট্রেনিং কলেজ,কোটবাড়ি, কুমিল্লা) প্রভাষক (সমাজকর্ম) জগতপুর এ,ডি এইচ ফাযিল (ডিগ্রি) মাদরাসায় জাতীয় শিক্ষা সপ্তাহ -২০১৮ নীতিমালায় বর্নিত যোগ্যতা শিক্ষকতা অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরির দক্ষতা, ছাত্র/ছাত্রী, অভিভাবক,সহকর্মী ও কর্তৃপক্ষের সাথে সহযোগীতার প্রবণতা,চারিত্রিক দৃঢ়তা,ব্যক্তিত্ব, সততা ও সুনাম, শৃংখলাবোধ,দায়িত্ববোধ, সময়ানুবর্তীতা,শ্রেনিকক্ষে পাঠদানে নিয়মানুবর্তিতা, ডিজিটাল কনটেন্ট তৈরিকৃত এবং শ্রেনি কক্ষে মাল্টিমিডিয়ার ব্যবহার,পাঠ্যপুস্তক প্রণয়ন, পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনা কার্যক্রমের উপর ১০০ প্রদেয় নম্বরের ফলাফলের ভিত্তিতে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষকের সনদপত্র ও ক্রেস্ট উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমরুল হাসান ও জাতীয় শিক্ষা সপ্তাহ -২০১৮ খ্রি. কমিটি থেকে গ্রহণ করি।

আরো দেখুন