Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৩ ডিসেম্বর, ২০২০ ০৮:২৬ পূর্বাহ্ণ

মুজিববর্ষ উৎযাপনে পাবনা জেলা শিক্ষা বিভাগ কর্তৃক গৃহীত কর্মসূচির অগ্রগতির পর্যালোচনা!

ডিইও পাবনা মহোদয়ের আহবানে জরুরী মতবিনিময় সভা * ---------------------------------------+++ তারিখ: ২৭ ডিসেম্বর'২০২০খ্রি. সময় : সকাল ১১ঘটিকা স্থান : জেলা শিক্ষা অফিস সভা কক্ষ, পাবনা -------------------------------------++++ এতদ্বারা পাবনা জেলাধীন ICT4E District Ambassador গণকে অবগত করা যাচ্ছে যে, জেলা শিক্ষা কর্মকর্তা (ডিইও), পাবনা মহোদয়ের সদয় সম্মতিক্রমে এক জরুরী মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। আলোচ্যসূচি : ১. নতুন শিক্ষা বর্ষের অনলাইন শিক্ষা কার্যক্রম ; ২. শিক্ষক বাতায়নে প্রোফাইল আপগ্রেড করণ ; ৩. উপজেলা ভিত্তিক Ambassador বৃদ্ধিকরণ ; ৪. শিক্ষক বাতায়নে নতুন সদস্য বৃদ্ধিকরণ; ৫. কিশোর বাতায়নে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ জোরদার করণ ; ৬. মুজিববর্ষ উদযাপনে ঘোষিত "মডেল পাবনা" এর অগ্রগতি পর্যালোচনা ; ৭.শিক্ষক বাতায়নে সক্রিয়তা বৃদ্ধিকরণ; ৮. শিক্ষক বাতায়নে সদস্য. নিশ্চায়ন ; ৯. বিবিধ। অতএব উক্ত তারিখে যথাসময়ে উপস্থিত থাকতে বিশেষভাবে অনুরোধ করা হলো। আহবানে - জেলা শিক্ষা অফিসার (ডিইও), পাবনা। এবং জনাব সুরাইয়া সুলতানা প্রধান সমন্বয়ক জেলা অ্যাম্বাসেডর, পাবনা। অধ্যক্ষ ইমাম গাযযালী গার্লস স্কুল এন্ড কলেজ, পাবনা

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি