Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৩ ডিসেম্বর, ২০২০ ১২:৩২ অপরাহ্ণ

HTML এ টেবিলের ব্যবহার

টেবিল হচ্ছে ভিন্ন ধরনের কোনো বৃহৎ আকারের ডেটাকে ছকবদ্ধ বা সারিবদ্ধভাবে প্রকাশের একটি উত্তম পদ্ধতি। প্যারাগ্রাফ বা বক্সের পরিবর্তে যেকোনো ডেটাকে টেবিল হিসেবে সাজিয়ে ওয়েবপেইজে উপস্থাপন করা যায়। এমন কিছু তথ্য আছে যা প্যারাগ্রাফ বা বক্সের পরিবর্তে টেবিল আকারে উপস্থাপিত হলে অধিক অর্থসহ ও মনোরম হয়। HTML এ এই ধরনের তথ্য বা ডেটাকে মার্কআপ করার জন্যে টেবিল ব্যবহৃত হয়। যেমন- একটি ক্লাসের ছাত্র ছাত্রীদের রোল, নাম, বিভাগ এবং প্রাপ্ত নম্বর ওয়েবে প্রকাশ করার জন্যে টেবিলের কাঠামোতে উপস্থাপন করাই ভালো। 

আরো দেখুন