Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৫ ডিসেম্বর, ২০২০ ০২:৪৬ পূর্বাহ্ণ

"কম্পিউটার প্রশিক্ষণ কেন প্রয়োজন "?

কম্পিউটার প্রশিক্ষণ কেন প্রয়োজনঃ  

১. একাডেমিক স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রজেক্ট ও এসাইনমেন্ট দক্ষতার সহিত করার জন্য ।

২. ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং এর মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করতে প্রয়োজন।

৩. বাস্তব জীবনে ব্যবহারিক দক্ষতা ও পেশাগত দক্ষতা অর্জন করতে প্রয়োজন।

৪. অনলাইনে ভর্তির আবেদন, চাকুরীর আবেদন এবং স্কলারশীপের আবেদন করতে।

৫. চাকুরী পাওয়ার আগে ও পরে নিজের যোগ্যতা ও দক্ষতা বাড়িয়ে তুলতে প্রয়োজন।

৬. উন্নততর শিক্ষা, ব্যবসা বাণিজ্য পরিচালনা করা, সঠিক কর্মজীবন এবং সুন্দর জীবন গঠনের জন্য এটি অপরিহার্য ।

৭. যেখানে কম্পিউটারের ব্যবহার নেই, সেখানে কম্পিউটার জানা একটি অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হয়।

৮. কম্পিউটারের যথাযথ ব্যবহার একজন কর্মীর উৎপাদনশীলতা বাড়িয়ে দেয় বহুগুণ।

৯. সমাজের প্রতিটি নাগরিকের কম্পিউটারের মৌলিক বিষয় সমুহের উপর বাস্তব জ্ঞান এবং অভিজ্ঞতা থাকা একান্ত প্রয়োজন।


জীবনের জন্য প্রয়োজন পেশা এবং পেশার জন্য প্রয়োজন শিক্ষা।

শিক্ষার জন্য প্রয়োজন প্রশিক্ষণ আর যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন-ই হতে পারে আপনার সফলতার অন্যতম মাধ্যম ।  পেশাকে শানিত, সুসংগঠিত ও সুশৃঙ্খল করার জন্য প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনের কোন বিকল্প নেই।


কম্পিউটার শিক্ষা হল একটা প্ল্যাটফর্ম, জীবন গড়ে নেওয়ার জন্য যে ট্রেনেই আপনি উঠতে চান না কেন, এই প্ল্যাটফর্মে আপনাকে পৌঁছতেই হবে। 


দক্ষতা অর্জন করিয়ে দেওয়াটা ভাল । কিন্তু দক্ষতার সাথে কর্মসংস্থান যোগ করে দেওয়াটা কঠিন কাজ এবং এটাই সবার আগে প্রয়োজন। সামাত আইটি সেন্টার এমন একটি প্রতিষ্ঠান যেখানে দক্ষতার অর্জনের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি-কে গুরুত্ব দেওয়া হয়। দক্ষতাকে কর্মসংস্থান উপযোগি করে গড়ে তোলার জন্য আমাদের দ্ক্ষ, প্রশিক্ষিত এবং অভিজ্ঞ  টিম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা আপনাদের পাশে চাই, আপনাদের সকলের সহযোগিতা চাই।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি