Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৭ ডিসেম্বর, ২০২০ ০৬:৫৬ অপরাহ্ণ

এরিস্টটল

এরিস্টটল(খ্রিষ্টপূর্ব ৩৮৪-খ্রিষ্টপূর্ব ৩২২) ঃ

আজ থেকে প্রায় আড়াই হাজার বছর পূর্বে গ্রিক দার্শনিক এরিস্টটল প্রথম উপলব্দি করেন যে, বিচারমূলক চিন্তা পদ্ধতি নিয়ে একটি বিশিষ্ট বিজ্ঞানের বিষয়বস্তু গড়ে উঠতে পারে। অর্থাৎ তিনিই প্রথম যৌক্তিক চিন্তাধারার সূত্রপাত ঘটান। এ কারণেই দার্শনিক এরিস্টটল হলেন যুক্তিবিদ্যার জনক। গতানুগতিক যুক্তিবিদ্যা বা প্রচলিত যুক্তিবিদ্যা মূলতঃ তার সময় থেকেই শুরু। যুক্তিবিদ্যার ক্ষেত্রে তার শ্রেষ্ট অবদান হচ্ছে সহানুমান। তার লিখিত অর্গানন বইতে যুক্তিবিদ্যা সম্পর্কে আলোচনা করেন। তিনি সহানুমানের সাথে সংজ্ঞা,পদ, সংযোজক,বিধেয়ক,সংস্থান,মূর্তি ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন।

আরো দেখুন