Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

৩০ ডিসেম্বর, ২০২০ ০৪:৪০ অপরাহ্ণ

স্থল বায়ু প্রবাহ

☻সংজ্ঞাঃ মূলতঃ সন্ধ্যাবেলার পর থেকে সারা রাত্রি (বিশেষত ভোরবেলা) স্থলভাগ থেকে সমুদ্রভাগের দিকে প্রবাহিত বায়ুকে স্থলবায়ু (Land Breeze) বলে ।

উৎপত্তিঃ সমুদ্র তীরবর্তী কোনো স্থানের বায়ুপ্রবাহ সাধারণত জলভাগ ও স্থলভাগের দিন – রাত্রির উষ্ণতার তারতম্যের উপর নির্ভর করে । জলে ও স্থলে দিনের বেলা সূর্যকিরণ সমানভাবে পতিত হলেও প্রকৃতিগত পার্থক্যের জন্য জলভাগ অপেক্ষা স্থলভাগ শীঘ্র উত্তপ্ত হয় । উত্তপ্ত স্থলভাগ ধীরে ধীরে তাপ বিকিরণ করে সন্ধ্যাবেলার পরপরই ক্রমশ শীতল হয়ে পড়ে । এমতাবস্থায় সমুদ্রভাগ থেকে আগত সমুদ্রবায়ুপ্রবাহও ক্রমশ ধীরে ধীরে বন্ধ হয়ে যায় । রাত্রিকালে স্থলভাগের তুলনায় জলভাগ তত শীঘ্র তাপ বিকিরণ করতে পারে না বলে তা অপেক্ষাকৃত উষ্ণ থেকে যায় । ফলে জলভাগের উপরিস্থিত বায়ু উষ্ণ, প্রসারিত ও হালকা হয়ে ঊর্দ্ধে উঠে গেলে সেখানে বায়ুর চাপ কমে যায় । কিন্তু তখন স্থলভাগের উপরিস্থিত বায়ু অপেক্ষাকৃত শীতল ও উচ্চচাপযুক্ত থাকে । এর ফলে স্থলভাগ থেকে জলভাগের নিম্নচাপজনিত শূণ্যস্থানের দিকে ধাবমান স্থলবায়ুর উৎপত্তি ঘটে ।

আরো দেখুন