Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০১ জানুয়ারি, ২০২১ ১২:৩০ পূর্বাহ্ণ

২০২০ খ্রি: কে কেন এত স্মরন রাখব । শিখতে পেরেছি অজানাকে ।

2020 খ্রিস্টাব্দ আমার কাছে কেন স্বরণীয় হয়ে থাকবে? 

(করুনা যা যা অর্জন করা সুযোগ করে দিল আমাকে )


০১: a2i কর্তৃক ICT4E জেলা এম্বাসেডর হিসেবে স্বীকৃতি পেলাম। 

০২: অনলাইনে ক্লাস নেয়ার সুযোগ পেলাম। 

০৩: হবিগন্জ  জেলা থেকে "করোনা যুদ্ধা শিক্ষক"  হিসেবে স্বীকৃতি পেলাম। 

০৪: মুক্তপাঠ থেকে, My badge অর্জন করলাম।

০৫: শিক্ষক বাতায়নের একজন সক্রিয় সদস্য হলাম।

০৬: রেটিং পয়েন্ট 4.97 অর্জন করলাম

                                  (5 এর মধ্যে -শিক্ষক বাতায়ন) ।

০৬: মুক্তপাঠসহ অন্যান্য অনলাইন ওয়েব সাইট থেকে অনেকগুলো শিক্ষামূলক সার্টিফিকেট অর্জন করলাম ।

০৭: মাইক্রোসফট  ইনোগেটিভ এর একজন সক্রি সদস্য হলাম ।

০৮: Tweet এর সদস্য হলাম ।

০৯: LinkedIn এর সদস্য হলাম ।

১০: দুর্বার  এর সদস্য হলাম ।

১১: বাংলাদেশ গণিত সমিতির অন্তরভুক্ত হলাম ।

১২: কিশোর বাতায়নের সদস্য প্রক্রিয়া করণ।

১৩: 8 -12 টি উপহারসহ সম্মাননা স্মারক পেলাম ।০৪: কয়েকটি অনলাইন স্কুলের এডমিন হলাম ।


মন্তব্য: শিক্ষকতা পেশায় নিয়োজিত হয়ে, নিজেকে গর্ববোধ করছি ।

আমি একজন শিক্ষক ।

সবাইকে : Happy new year.

আরো দেখুন