Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৮ জানুয়ারি, ২০২১ ১২:৫৬ অপরাহ্ণ

আল ফারাবী

আল ফারাবীঃ

মধ্যযুগীয় দার্শনিকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আল ফারাবী।তিনি যুক্তিবিদ্যাকে দু'ভাগে ভাগ করেন। প্রথম অংশে প্রত্যয় ও সংজ্ঞা এবং দ্বিতীয় অংশে অবধারণ ও যুক্তিবিন্যাস আলোচনা করেন।


আল ফারাবী (ফার্সিابونصر محمد بن محمد فارابی‎‎, আবু নসর মুহম্মদ বিন মুহম্মদ আল ফারাবী, একজন প্রখ্যাত মুসলিম দার্শনিক ও বিজ্ঞানী

এছাড়াও তিনি একজন মহাবিশ্বতত্ত্ববিদযুক্তিবিদ এবং সুরকার ছিলেন। পদার্থ বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, দর্শন, যুক্তিশাস্ত্র, গণিতশাস্ত্র, চিকিৎসাবিজ্ঞান প্রভৃতিতে তার অবদান উল্লেখযোগ্য। পদার্থ বিজ্ঞানে তিনিই 'শূন্যতা'-র অবস্থান প্রমাণ করেছিলেন। তিনি ৮৭২, মতান্তরে ৮৭০ খ্রিষ্টাব্দে তুর্কিস্তানের অন্তর্গত 'ফারাব' নামক শহরের নিকটবর্তী 'আল ওয়াসিজ' নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ৯৫৬ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন।

আরো দেখুন