Loading..

নেতৃত্বের গল্প

০৯ জানুয়ারি, ২০২১ ০৪:২২ অপরাহ্ণ

স্বপ্নের মাদরাসা,কাকিলাকুড়া ইউনিয়ন বালিকা দাখিল মাদরাসা,শ্রীবরদী,শেরপুর।

আমার স্বপ্নের মাদরাসার গল্প 

বিসমিল্লাহির রাহমানির রাহিম

ভিশন ২০২১ বাস্তবায়নে/ ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে শেরপুর জেলার অন্তর্গত শ্রীবরদী উপজেলার একমাত্র বালিকা মাদরাসা হিসেবে কাকিলাকুড়া ইউনিয়ন বালিকা দাখিল মাদরাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম সক্রিয়করণে অত্র মাদরাসার সকল শিক্ষক,শিক্ষিকাদের সার্বিক সহযোগীতায় মাসিক সঞ্চয়ের মাধ্যমে প্রতি মাসে ০১ (এক)টি  করে ল্যাপটপ ক্রয় শুরু করি, শেরপুর জেলায় এরকম উদ্যোগ অত্র মাদরাসায় প্রথম। বর্তমানে সকল শিক্ষকদের ল্যাপটপ হওয়ায় মাল্টিমিডিয়া ক্লাসরুম সক্রিয়করনে দারুন সহায়ক হিসেবে ছাত্রীরা এর সুফল পেয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার মহোদ্বয়ের মাধ্যমে সকল শিক্ষক,শিক্ষিকাদের সমন্বয়ে অত্র মাদরাসায় ইন হাউজ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। প্রত্যেক শিক্ষকের ল্যাপটপ থাকায় কোভিড ১৯ এর কারনে সমগ্র পৃথিবী স্থবির হয়ে পড়ায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অত্র মাদরাসার শিক্ষক,শিক্ষিকা ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে সহজেই সেই ক্ষতি কিছুটা হলেও পুরন করতে সক্ষম হয়েছে, ফল স্বরুপ ইতিমধ্যেই জেলায় শ্রেষ্ঠ মাদরাসার সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় অত্র মাদরাসার সুপার মোঃ আতাউল্লাহ, HIT প্রশিক্ষণে ( স্কুল,কলেজ,মাদরাসার সমন্বয়ে ) প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়েছে এবং কম্পিউটার শিক্ষক মোঃ সালেহউজ্জামান BTT  প্রশিক্ষণে তৃতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়েছে।