Loading..

খবর-দার

১০ জানুয়ারি, ২০২১ ০১:৩০ অপরাহ্ণ

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‍স্বদেশ প্রত্যাবর্তন দিবস
#আজ ১০ জানুয়ারী, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিন তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। এর আগে ৮ জানুয়ারি পাকিস্তানের মিয়ানওয়ালি কারাগারে দীর্ঘ ৯ মাস ১৪ দিন নির্জন কারাগারে বন্ধি থাকার পর মুক্তি লাভ করেন তিনি।
#দিবসটি যথা যোগ্য মর্যাদায় উৎযাপনের জন্য কুশিয়ারা ডিগ্রি কলেজে ভার্চুয়াল পদ্ধতিতে এক আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়। zoom apps এর মাধ্যমে এ আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়। একাদশ, দ্বাদশ এবং ডিগ্রি স্তরের সকল শিক্ষার্থী, শিক্ষক কর্মচারী এতে অংশগ্রহণ করেন। সেমিনারে জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব মোঃ হাবিবুর রহমান।
#১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে নয় মাস যুদ্ধের পর চূড়ান্ত বিজয় অর্জিত হলেও ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে জাতি বিজয়ের পূর্ণ স্বাদ গ্রহণ করে।