Loading..

নেতৃত্বের গল্প

১৪ জানুয়ারি, ২০২১ ০৩:৫৫ অপরাহ্ণ

কোভিড-19: শাপেবর

কোভিড-19: শাপেবর

    কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন প্রায় ৭০০০ শিক্ষার্থীর ভবিষ্যতের কথা মাথায় রেখে এবং ছাত্র-ছাত্রীদের পড়ার টেবিলে সম্পৃক্ত রাখতে এপ্রিল ২০২০ মাসের শুরু থেকেই অনলাইনে পাঠদান শুরু করে নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম। আর অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য প্রথম শর্তই ছিল শিক্ষকদের অনলাইন পাঠদান বিষয়ে উপযুক্ত দক্ষতা রপ্ত করা।  অসাধারণ নিষ্ঠা আর একাগ্রতা প্রদর্শন করে শিক্ষকগণ Chattagram Online School এবং a2i সহ আরো কিছু প্রতিষ্ঠান আর ব্যক্তির নিঃস্বার্থ সহযোগিতায়  দ্রুততম সময়ে  Googl  Form, Zoom এবং Youtube মাধ্যমে online class পরিচালনা রপ্ত করেন। অতি দ্রুতই ছাত্র-ছাত্রীরা পড়াশোনার এই নতুন ব্যবস্থাপনার সাথে অভ্যস্ত হয়ে উঠে এবং নিজেদেরকে শিক্ষকদের সাথে সম্পৃক্ত রাখা শুরু করে। পুরো বিষয়টি এমন দ্রুততায় ঘটে যায় যে, করোনার করাল থাবায় সারা দেশে যখন তটস্ত অবস্থা, বিএন স্কুল কলেজ চট্টগ্রাম এর শিক্ষকগণ তখন নিমগ্ন Online Class পরিচালনায় আর ছাত্র-ছাত্রীরা পাঠ গ্রহণে। ফলে করোনার আতঙ্ক রূপ নেয় নতুন পথ উদ্ভাবনের আশীর্বাদে।