Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২২ জানুয়ারি, ২০২১ ০৫:৩৮ অপরাহ্ণ

নানা রঙে সাজিয়েছেন জয়পুরহাট পিটিআইকে জনাব মোঃ রেজাউল হক, সুপারিন্টেন্ডেন্ট মহোদয়

একটি সত্য নির্ভর বাণী প্রচলন আছে,

"#যে_না_কি_ফুলকে_ভালোবাসে_না_সে_না_কি_মানুষ_খুন_তে_পারে"!

সত্যিই তাই,তো চলুন দেখে নেই এক নজরে জয়পুরহাট পিটিআই।জয়পুরহাট পিটিআইকে মনহরন করা দৃষ্টিনন্দন কিছু ফুলের সমা হারে নজরকাড়া সাজে সজ্জিত করেছেন পিটিআইকে।নানা রঙের,নানা জাতের ফুলবাগানে সাজিয়েছেন আমাদের প্রাথমিক শিক্ষা পরিবারের উজ্জ্বল নক্ষত্র, শিক্ষানুরাগী, সৌন্দর্যের নিদর্শক হিসেবে আরো সমৃদ্ধ করে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে নিজের সৃষ্টিশীল কর্ম দিয়ে আলোকিত করেছেন যিনি, তিনি আমাদের পরম শ্রদ্ধাভাজন অভিভাবক,সুপারিন্টেন্ডেন্ট, জয়পুরহাট পিটিআই,জয়পুরহাট জনাব, Rezaul Haque  স্যার।যিনি এমন সৌন্দর্যে একটি প্রতিষ্ঠানকে সাজাতে পারেন,নিঃসন্দেহে তিনি সুন্দর মনের অধিকারী। 

ঘোড়াঘাট উপজেলা, দিনাজপুরের প্রাথমিক শিক্ষক তথা বাংলাদেশের সকল শিক্ষকের পক্ষ থেকে স্যারকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। দোয়া করি তাঁর সৌন্দর্যে আলোকিত হোক জয়পুরহাট পিটিআই তথা আমাদের প্রাথমিক শিক্ষা বিভাগ সার্বিকভাবে।

ধন্যবাদান্তে,

মোঃ ফারুক হোসেন 

সহকারী শিক্ষক, 

বেলওয়া আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়,

ঘোড়াঘাট, দিনাজপুর।

[জয়পুরহাট পিটিআই এর ফুল বাগানের কিছু ছবি। সকলকে আমন্ত্রন জানাই-সুপারঃপিটিআই,জয়পুরহাট

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি