Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২২ জানুয়ারি, ২০২১ ০৮:৪২ অপরাহ্ণ

রানী মৌমাছি , দেশে বর্তমানে দুই প্রজাতির অ্যাপিস মেলিফেরা ও অ্যাপিস সেরেনা

দেশে বর্তমানে দুই প্রজাতির অ্যাপিস মেলিফেরা ও অ্যাপিস সেরেনা বা দেশজ প্রজাতির মৌমাছি বৈজ্ঞানিক পদ্ধতিতে মৌবাক্সে চাষ করা হয়। মধু উৎপাদন এবং পরিবেশের ভারসাম্য রক্ষা ও সফল পরাগায়নের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে এ দুই প্রজাতির মৌমাছি চাষ করা প্রয়োজন। বিসিকের মৌমাছি পালন কর্মসূচির মাধ্যমে বর্তমানে দেশে সনাতন পদ্ধতিতে আহরিত মধুর চেয়ে গুণগতমানে ভালো ও উন্নতমানের মধু উৎপাদন করা সম্ভব। বিসিক এরই মধ্যে দেশব্যাপী প্রায় ২০ হাজার নারী ও পুরুষকে আধুনিক পদ্ধতিতে মৌ-চাষ বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে। এসব প্রশিক্ষণার্থীর যারা এখন মৌচাষ করছে তাদের এ পরিচয়পত্র দেওয়া হবে বলে জানান তিনি

আরো দেখুন