Loading..

ভিডিও ক্লাস

২৪ জানুয়ারি, ২০২১ ০৮:০৫ অপরাহ্ণ

শিরক, ৫ম শ্রেণী, আকাইদ ও ফিকাহ , মোঃ ফরিদ উদ্দিন, নান্দিয়া সাঙ্গুন আদর্শ দাখিল মাদ্রাসা ।

শিরক, ৫ম শ্রেণী, আকাইদ ও ফিকাহ , মোঃ ফরিদ উদ্দিন,নান্দিয়া সাঙ্গুন আদর্শ দাখিল মাদ্রাসা । ‘শিরক’ অর্থ ঈমানের ব্যাপারে কিংবা ইবাদতের ব্যাপারে অংশীদারিত্ব, বহু প্রভুতে বিশ্বাস, শরীক করা, অংশীদারিত্ব, পৌত্তলিকতা ইত্যাদি। অতএব ‘শিরক’ শব্দের আভিধানিক অর্থ: কবর পূজা নয়। কাজেই শিরক শব্দের অর্থ ‘কবর পূজা’ করা সম্পূর্ণই ভূল হয়েছে। মনে রাখতে হবে যে, হক্কানী-রব্বানী ওলীআল্লাহ, উলামায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের কবর শরীফ তথা মাযার শরীফ যিয়ারত করা সুন্নত মুবারক ও জায়িয। এই সুন্নত মুবারক ইবাদতকে কেউ ‘কবর পূজা’ বললে তা কুফরী হবে। কারণ কবর যিয়ারত করার বৈধতা সম্পর্কে অসংখ্য ছহীহ হাদীছ শরীফ উনাদের বর্ণনা পাওয়া যায়। তাই কবর পূজার নামে কবর যিয়ারত করা বন্ধ করার পাঁয়তারা করা গুমরাহ লোকদেরই কাজ। অতএব, এই বিভ্রান্তিকর ও গুমরাহীমূলক অর্থ পরিবর্তন করে সঠিক অর্থ সহকারে কিতাব ছাপিয়ে প্রকাশ করতে হবে; যা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের জন্য ফরয।