Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৪ জানুয়ারি, ২০২১ ১১:০৭ অপরাহ্ণ

শিক্ষা সফর

ভ্রমণ অভিজ্ঞতা

সুনামগঞ্জ -তাহিরপুর শিমুল বাগান ছিল এই প্রতিবেদকের প্রথম পদ যাত্রা,প্রকৃতির সাজানো দৃষ্টি নন্দন দৃশ্য মনকে সারাক্ষণ মাতিয়ে রেখেছে, বিদায় তোমাকে শিমুল বাগান! গ্যালারী থেকে নিজ নিজ মোটরসাইকেল বুঝেনিয়ে একপর্যায়ে টেকেরঘাট (নীলাদ্রী) এর দিকে ভ্রমন কাফেলার যাত্রা,যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কবিরুল ইসলাম স্যার, ভ্রমণে কাফেলার সার্বিক কল্যাণে কৃষি শিক্ষক গওছুল আজম স্যার এবং হেডস্যার মহোদয়ের  ত্যাগস্বীকার অধিক লক্ষ্যনিয়। সিমান্ত ঘেঁষে ঘেঁষে ধুমকেতুর মত এগুচ্ছে মোটরসাইকেল গুলো,  পড়ন্ত বিকেল যত তাড়াতাড়ি টেকেরঘাট গিয়ে পৌঁছা,নীলাদ্রী খুব বেশী সময় থাকতে দেয়নি সূর্য্যডুবার তাড়না। নীলাদ্রীর সীমান্ত কালো পাহাড় স্বাগত জানিয়ে বরণ করে নিতে কত মিনতি বুকে চাপা দিয়ে তবুও ফিরে চল্লুম বাসগৃহের দিকে।  (শেষ পর্ব) # (বারেকের টিলায় হোন্ডার উঠা-নামাতে সাহায্যকারী ফয়সল স্যার ও জুবায়ের সীসা ঢালা প্রাচীরেরমত সাহায্যের কথা ভুলবো না একেবারে।) 

মুহাম্মদ রিদওয়ান হোসেন শাহনূর।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি