Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

২৫ জানুয়ারি, ২০২১ ০৯:৪১ অপরাহ্ণ

বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণের উপায় ও কৌশলসমুহঃ

() যথাযথ প্রেষণা দান () অংশগ্রহনমূলক পদ্ধতিতে পাঠদান () প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী উপকরণ দ্বারা শ্রেণিকক্ষ আকর্ষণীয়ভাবে সজ্জিতকরণ () সহ-পাঠক্রমিক কার্যক্রমের বিস্তার () একীভূত শিক্ষা নিশ্চিতকরণ () দরিদ্র ছাত্রদের জন্য উপবৃত্তি/ বিশেষ বৃত্তির ব্যবস্থা করণ () শ্রেণিকক্ষে সৌহার্দ্যপূর্ণ  মানবিক সম্পর্ক প্রতিষ্ঠা () বিদ্যালয় চত্বরকে পরিপাটি, পরিষ্কার-পরিচ্ছন্ন আকর্ষণীয়করণ () নিরবচ্ছিন্ন নিবিড় পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকগণের দক্ষতা নৈপূণ্যের বিকাশ সাধন (১০) পাঠক্রম পাঠ্যসূচির যুগোপযোগীকরণ (১১) বিদ্যালয়ের, বিশেষ করে শ্রেণি কক্ষের  অবকাঠামোগত উন্নয়ন (১২) প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ দানের মাধ্যমে শ্রেণিকক্ষে শিক্ষক শিক্ষার্থীর আনুপাতিক হার : ৪০ এর মধ্যে সীমাবদ্ধকরণ (১৩) আধুনিক শিক্ষা উপকরণ (মাল্টিমিডিয়া প্রজেক্টর, ল্যাপ্টপ) সরবরাহ করণ এর সঠিক ব্যবহার নিশ্চিত করণ (১৪) বিদ্যালয় ভিত্তিক মূল্যায়ন প্রক্রিয়া সহজীকরণ (১৫) প্রধান শিক্ষকের ইতিবাচক, গঠনমূলক কার্যকর মনিটরিং (১৬) বিদ্যালয়ে বাগান করা, ম্যাগাজিন প্রকাশ, সাহিত্য সংসদ গঠন, কমপিউটার কোর্স চালু করা  (১৭) পরিচ্ছন্ন সুস্থ্য চিত্ত-বিনোদনের ব্যবস্থা করা (১৮) কাউন্সেলিং এর ব্যবস্থা  করা (১৯) শিক্ষার্থীদের জন্য উপযুক্ত, নিরাপদ আনন্দদায়ক পরিবেশ নিশ্চিত করা (২০) শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদের বাড়িতে মাঝে মাঝে খোঁজ-খবর নিতে যাওয়া

শুভেচ্ছান্তে,

মোঃ আবু আব্দুর রহমান সিদ্দিকী

                            (এম এ, বি এড)

সহকারী শিক্ষক (ইংরেজি)

জাগরণী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যাবীথি

নেওয়াশী, নাগেশ্বরী, কুড়িগ্রাম।

ইমেইলঃ [email protected]

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি