Loading..

নেতৃত্বের গল্প

২৬ জানুয়ারি, ২০২১ ১০:৪৬ পূর্বাহ্ণ

সবুজ ক্যাম্পাস, উৎফুল্ল শিক্ষার্থী !

সবুজ ক্যাম্পাস, উৎফুল্ল শিক্ষার্থী !

পরিষ্কার-পরিচ্ছন্ন এবং প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয়ে সাজানো পরিবেশ যে কারোরই কাম্য। আর তা যদি হয় কোন শিক্ষা প্রতিষ্ঠানে, তাহলেতো কথাই নেই। কারণ, শিক্ষার্থীর কোমল মন সবসময় নতুন আর সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখে।  ছিমছাম পরিবেশ শিক্ষার্থীর মনকে রাখে প্রফুল্ল। পাঠদান এবং পাঠগ্রহণ সুন্দর পরিবেশে নাহলে শিক্ষার্থীর মনেও তার নেতিবাচক প্রভাব পড়ে। তাইতো বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, চট্টগ্রামের ক্যাম্পসটি সবুজ, সতেজ ঘাস আর নানা প্রজাতির ফুলের বাগানে সজ্জিত করা হয়েছে শিক্ষক-কর্মচারীদের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে।

ক্যাম্পাসের সজীব পরিবেশ শিক্ষক-শিক্ষার্থী সকলকে সারাক্ষণ উজ্জীবিত রাখে। আর এই আবহ বিদ্যমান থাকে শ্রেণিকক্ষ পর্যন্ত। ফলে শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের পাঠদান আর পাঠ গ্রহণের মিথস্ক্রিয়া পায় নতুন মাত্রা ।